নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নানান আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারের প্রতিপাদ্য ‘গবেষণা ও উদ্ভাবন: ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা।’
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উত্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘সবাইকে অন্তর্ভুক্ত না করতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। দক্ষ জনবল তৈরি করতে না পারলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব না। ভবিষ্যতে উন্নয়ন হবে জ্ঞানভিত্তিক। তাই সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় অধিকতর উন্নতমানের শিক্ষাব্যবস্থা তৈরি করতে হবে। এর জন্য বিশ্ববিদ্যালয়, সরকার এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় এ অঞ্চলের মানুষের চিন্তায় বিরাট অবদান রেখেছে জানিয়ে কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘পাকিস্তান আমলেও দেশ স্বাধীন করার ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে স্বাধীনতার পর দলীয় রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
কাজী খলীকুজ্জমান আহমদ আরও বলেন, ‘দেশের শিক্ষার মান নিয়ে সর্বক্ষেত্রে প্রশ্ন উঠছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা অনেকটাই অনুপস্থিত। দেশের সর্ববৃহৎ এবং প্রাচীন ঢাকা বিশ্ববিদ্যালয়েও গবেষণা অনেকটাই অনুপস্থিত। বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫৯টি গবেষণা কেন্দ্র আছে। কিন্তু এর বেশির ভাগই কার্যক্রমের দিক থেকে দুর্বল। সরকার ও শিল্পপ্রতিষ্ঠান ও নাগরিক সহায়তা পেলে এসব গবেষণাকেন্দ্র ও ব্যুরো ভালো করবে।’
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘শিল্প ও শিক্ষার সমন্বয়ের সঙ্গে আরও কিছু উপাদান রয়েছে। এ ক্ষেত্রে ত্রিপল হেলিক্স মডেল এবং কোয়াড্রিপল হেলিক্স মডেল গুরুত্বপূর্ণ। ত্রিপল হেলিক্স মডেলে শিক্ষা ও শিল্পের সঙ্গে সরকারের সহযোগিতা থাকবে। আরেকটি হলো, বিশ্ববিদ্যালয়, সরকার, শিল্প থাকবে এবং এসবের সঙ্গে আরেকটি উপাদান যুক্ত হবে। সেটি হলো নাগরিক সমাজ। এই মডেলগুলো এখন বিবেচনায় নেওয়া দরকার।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল আলম, চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি মোবারক হোসেন প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবি খেলার মাঠে ১০২ পাউন্ডের কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন ও পায়রা উড়ান উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা সহকারে শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে সমবেত হন।
নানান আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারের প্রতিপাদ্য ‘গবেষণা ও উদ্ভাবন: ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা।’
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উত্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘সবাইকে অন্তর্ভুক্ত না করতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। দক্ষ জনবল তৈরি করতে না পারলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব না। ভবিষ্যতে উন্নয়ন হবে জ্ঞানভিত্তিক। তাই সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় অধিকতর উন্নতমানের শিক্ষাব্যবস্থা তৈরি করতে হবে। এর জন্য বিশ্ববিদ্যালয়, সরকার এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় এ অঞ্চলের মানুষের চিন্তায় বিরাট অবদান রেখেছে জানিয়ে কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘পাকিস্তান আমলেও দেশ স্বাধীন করার ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে স্বাধীনতার পর দলীয় রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
কাজী খলীকুজ্জমান আহমদ আরও বলেন, ‘দেশের শিক্ষার মান নিয়ে সর্বক্ষেত্রে প্রশ্ন উঠছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা অনেকটাই অনুপস্থিত। দেশের সর্ববৃহৎ এবং প্রাচীন ঢাকা বিশ্ববিদ্যালয়েও গবেষণা অনেকটাই অনুপস্থিত। বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫৯টি গবেষণা কেন্দ্র আছে। কিন্তু এর বেশির ভাগই কার্যক্রমের দিক থেকে দুর্বল। সরকার ও শিল্পপ্রতিষ্ঠান ও নাগরিক সহায়তা পেলে এসব গবেষণাকেন্দ্র ও ব্যুরো ভালো করবে।’
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘শিল্প ও শিক্ষার সমন্বয়ের সঙ্গে আরও কিছু উপাদান রয়েছে। এ ক্ষেত্রে ত্রিপল হেলিক্স মডেল এবং কোয়াড্রিপল হেলিক্স মডেল গুরুত্বপূর্ণ। ত্রিপল হেলিক্স মডেলে শিক্ষা ও শিল্পের সঙ্গে সরকারের সহযোগিতা থাকবে। আরেকটি হলো, বিশ্ববিদ্যালয়, সরকার, শিল্প থাকবে এবং এসবের সঙ্গে আরেকটি উপাদান যুক্ত হবে। সেটি হলো নাগরিক সমাজ। এই মডেলগুলো এখন বিবেচনায় নেওয়া দরকার।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল আলম, চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি মোবারক হোসেন প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবি খেলার মাঠে ১০২ পাউন্ডের কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন ও পায়রা উড়ান উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা সহকারে শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে সমবেত হন।
ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনে ইউজিসির বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। সেখানে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে বলে এক বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে আন্দোলন সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে...
৩ ঘণ্টা আগেঢাকা কলেজের ২০১০-১১ সেশনের বোটানি বিভাগের শিক্ষার্থী মো. তানজীমুল ইসলাম। একসময় সরকারি চাকরি না পেয়ে হতাশ হন। শুরু করেন বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি। সফলতাও পেয়েছেন তানজীম। আইইএলটিএস পরীক্ষায় পেয়েছেন ৭.৫। বর্তমানে তানজীম যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।
৬ ঘণ্টা আগেপ্যারাফ্রেজ: মূল ভাবার্থ ঠিক রেখে কোনো বাক্যকে (বা তার কিছু অংশ) অন্যভাবে বলাকে ইংরেজিতে প্যারাফ্রেজ বলে। রিডিং, রাইটিংয়ের মতো লিসনিংয়ের ক্ষেত্রেও প্যারাফ্রেজ করার দক্ষতা অতীব জরুরি। কারণ লিসনিংয়ের প্রায় প্রতিটি প্রশ্নের জবাব রেকর্ডিংয়ে প্যারাফ্রেজ করে বলে। প্রশ্নপত্র বুঝতে এবং রেকর্ডিং শুনে সঠিক...
৬ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ পরীক্ষা।
২১ ঘণ্টা আগে