Ajker Patrika

ইউজিসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউজিসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ (সৈয়দ মুহাম্মদ আবদুল ফায়েজ)। আজ বৃহস্পতিবার তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

মন্ত্রণায়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন—১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নং-১০ / ৭৩)—এর ৪ (১) (এ) ও ৪ (৩) ধারা অনুযায়ী প্রফেসর ড. এসএমএ ফায়েজ, সাবেক অধ্যাপক মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক ভাইস-চ্যান্সেলর (উপাচার্য), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে তিন শর্তে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে। 

শর্তগুলো হলো—চেয়ারম্যান হিসেবে তাঁর মেয়াদ হবে ৪ বছর, তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন এবং এই নিয়োগাদেশ তাঁর যোগদানের তারিখ হতে কার্যকর হবে। 

বিএনপি জোট সরকারের আমলে ২০০২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬ তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ফায়েজ। তিনি ৬ বছর ভিসির দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ড. ফায়েজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত