Ajker Patrika

পরীক্ষা কার্যক্রম শুরুর আগে সকল ফি মওকুফ চায় ইবি ছাত্র মৈত্রী

প্রতিনিধি, ইবি
Thumbnail image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আটকে থাকা বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার পূর্বে সকল ফি মওকুফ চায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহামারি করোনায় শিক্ষার্থীদের অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ের মধ্যে আছে। দেড় বছর হল ও পরিবহন ব্যবহার না করার পরেও ফি আদায় করা সম্পূর্ণ অযৌক্তিক। অনতিবিলম্বে হল, পরিবহন ও সব ধরনের বিভাগীয় ফি মওকুফ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে আমরা আশা করি। অন্যথায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। 

জানা যায়, গত ২৮ জুন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী একই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে। পরে উপাচার্য ও কোষাধ্যক্ষ বিষয়টি যৌক্তিক দাবি বলে আখ্যায়িত করে শীঘ্রই সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেন। আশ্বাসের ৫০ দিন অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ফি মওকুফের ব্যাপারে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেয়নি। তার পরিপ্রেক্ষিতে 
পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরুর আগে অনতিবিলম্বে হল, পরিবহন ও সকল প্রকার বিভাগীয় ফি মওকুফের এই দাবি জানানো হয়। 

প্রসঙ্গত, ১৭ আগস্ট মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন অনলাইনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের সকল প্রকার ফি প্রদানের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত