Ajker Patrika

স্লোভেনিয়ায় সম্পূর্ণ অর্থায়িত ১০টি বৃত্তি

শিক্ষা ডেস্ক
স্লোভেনিয়ায় সম্পূর্ণ অর্থায়িত ১০টি বৃত্তি

স্লোভেনিয়া ইউরোপের একটি হ্রদ রাষ্ট্র। দেশটি পাহাড়–পর্বতের জন্যও বেশ সুপরিচিত। এখানে বিশ্বের অন্যতম একটা সেরা শিক্ষাব্যবস্থা রয়েছে। তাই একই সঙ্গে অধ্যয়ন ও ভ্রমণের জন্য রয়েছে অপার সুযোগ। ২০২৪–২৫ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশটির বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণ অর্থায়িত ১০টি বৃত্তি ঘোষণা করেছে। এ বৃত্তিগুলোর আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা
লুব্লিয়ানা বিশ্ববিদ্যালয়, মারিবোর বিশ্ববিদ্যালয়, নোভা গোরিকা বিশ্ববিদ্যালয়, প্রিমর্স্কা বিশ্ববিদ্যালয় ও আলমা মেটার ইউরোপিয়া।

বৃত্তির তালিকা
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্লোভেনিয়ায় ১০টি বৃত্তি চলমান রয়েছে। এসব বৃত্তির জন্য আইইএলটিএস ছাড়াই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। এ লিংকে গিয়ে আবেদন করা যাবে। ১০টি বৃত্তির তালিকা তুলে ধরা হলো:

প্রিমর্স্কা বিশ্ববিদ্যালয় বৃত্তি
ইউনিভার্সিটি অব প্রিমর্স্কা স্লোভেনিয়ার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি দেশটির কোপার অঞ্চলে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয়টি ছয়টি অনুষদ এবং একটি কলেজে বিভক্ত। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডির ডিগ্রি লাভ করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে ২,০০০–৪,৮০০ ইউরো (বাংলাদেশি টাকায় ২ লাখ ৬৫ হাজার–৬ লাখ ৩৬ হাজার)।

লুব্লিয়ানা বিশ্ববিদ্যালয় বৃত্তি
ইউনিভার্সিটি অব লুব্লিয়ানা স্লোভেনিয়ার প্রাচীনতম ও বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী পড়ালেখা করেন। বিশ্ববিদ্যালয়টিতে মানবিক, বিজ্ঞান এবং প্রযুক্তির পাশাপাশি মেডিসিন, ডেন্টাল এবং পশু চিকিৎসা বিজ্ঞানে পড়ালেখার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন ধরনের বৃত্তি রয়েছে। যেমন: জোইস স্কলারশিপ, পিএইচডির জন্য বৃত্তি, জর্ডানের নাগরিকদের জন্য কার্স্টোলজি স্কলারশিপ।

বিলাটেরাল বৃত্তি
এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে মাসিক ৩০০ ইউরো (প্রায় ৪০ হাজার টাকা)। এছাড়া থাকছে মাসিক উপবৃত্তি, বিনামূল্যে আবাসন ব্যবস্থা, ডিসকাউন্টযুক্ত খাবার, মৌলিক স্বাস্থ্যবীমা।

জিইএ কলেজ বৃত্তি
স্লোভেনিয়ার বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা উদ্যোক্তা এবং ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ ডিগ্রির মেয়াদ থাকবে ৩ বছর। বৃত্তির পুরো সময়ে প্রতি বছর শিক্ষার্থীদের জন্য থাকছে ১ লাখ ৫৯ হাজার টাকা।

ইউরোপীয়ান কংগ্রেস অব ম্যাথমেটিক্যাল স্কলারশিপ
সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা গণিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের থাকছে বিনামূল্যে আবাসন ব্যবস্থার সুযোগ।

জোজেফ স্টেফান ইনস্টিটিউট পিএইচডি ফেলোশিপ
এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা পরিবেশ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক ১ লাখ সাড়ে ৩২ হাজার টাকা পাবেন। এ ফেলোশিপের মেয়াদ থাকবে তিন বছর। এ সময়ে সব ধরনের টিউশন মওকুফ করা হবে।

আইইডিসি ব্লেড স্কুল অব ম্যানেজমেন্ট স্কলারশিপ
আইইডিসি ব্লেড স্কুল অব ম্যানেজমেন্ট স্লোভেনিয়ায় অবস্থিত একটি ব্যবসায়িক স্কুল। এটি ১৯৮৬ স্লোভেনীয় ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্যোগে আন্তর্জাতিক নির্বাহী উন্নয়ন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা এক্সিকিউটিভ এমবিএর সুযোগ পাবেন। ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি মওকুফ করা হবে।

স্লোভেনীয় মানবসম্পদ উন্নয়ন বৃত্তি
একটি দেশের উন্নয়নে অর্থ ও ভৌত সম্পদের পাশাপাশি মানবসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্লোভেনিয়া মানবসম্পদ উন্নয়ন বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি একাধিক ধরনের হয়ে থাকে।

অ্যাড ফিউচুরা প্রোগ্রাম
এ বৃত্তি আওতায় সাধারণত পাঠদানের পাশাপাশি জীবনযাত্রার খরচের ব্যবস্থা রাখা হয়। বৃত্তির পরিমাণ ও মানদণ্ড আবেদনের শর্তাবলিতে উল্লেখ রয়েছে। শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত