Ajker Patrika

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ডেট্রয়েট মার্সি বৃত্তি

শিক্ষা ডেস্ক
ইউনিভার্সিটি অব ডেট্রয়েট মার্সি। ছবি: সংগৃহীত
ইউনিভার্সিটি অব ডেট্রয়েট মার্সি। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব ডেট্রয়েট মার্সি স্কলারশিপ-২০২৫-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের চার বছরের ডিগ্রি প্রোগ্রামের জন্য ১০ হাজার ডলার (১১ লাখ ৯৫ হাজার ১৩২ টাকা) দেওয়া হবে।

অধ্যায়নের বিষয়গুলো

স্কুল অব আর্কিটেকচার, কলেজ অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডেন্টিস্ট্রি স্কুল, কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স, কলেজ অব হেলথ প্রফেশনস/ম্যাকউলি স্কুল অব নার্সিং, আইন স্কুল ও কলেজ অব লিবারেল আর্টস অ্যান্ড এডুকেশন।

আবেদনের যোগ্যতা

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের ব্যাংকের স্টেটমেন্টের কপি, আর্থিক সহায়তা ফর্মের বিবৃতি এবং পাসপোর্টের কপি দেখাতে হবে। অবশ্যই পূর্ববর্তী ডিগ্রির প্রশংসাপত্র জমা দিতে হবে। প্রার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা সনদ থাকতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটি স্নাতক ডিগ্রি কোর্সে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পর ভর্তি অফিস স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করবে। শিক্ষার্থীরা এ udmercy.edu/ admission লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৪।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত