Ajker Patrika

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা

শিক্ষা ডেস্ক
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা

ঢাকা: যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকল কেন্দ্রে ২০২১ সালের এইচএসসি পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ইতিমধ্যে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এ পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তনের আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষা তালিকাভুক্ত সব কেন্দ্রকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।

গত ১ জুন ঢাকা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তন বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার জন্য নতুন কেন্দ্র স্থাপন এবং কেন্দ্র পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ৩০ জুনের মধ্যে নিজস্ব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে আবেদন করতে হবে।

নতুন কেন্দ্রের জন্য আবেদন ফি বাবদ তিন হাজার টাকা (অফেরতযোগ্য) এবং কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে ১ হাজার টাকা (অফেরতযোগ্য) ফি সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা দেওয়ার স্লিপ আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে জমা দিতে হবে।

এদিকে এরই মধ্য এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। সিলেবাস প্রকাশের পর শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চালু হওয়ার ৮৪ দিন পর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

সূত্র: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত