Ajker Patrika

বিদ্যালয়ে টিফিন খেতে পারবে না শিক্ষার্থীরা

প্রতিনিধি, সিলেট
বিদ্যালয়ে টিফিন খেতে পারবে না শিক্ষার্থীরা

স্কুল-কলেজ খোলার পর শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পাসে বসে টিফিন খেতে পারবে না শিক্ষার্থীরা। পাশাপাশি যতক্ষণ শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান করবে ততক্ষণ অবশ্যই স্বাস্থ্যবিধি মনে চলতে হবে।

আজ শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা কোনো টিফিন খেতে পারবে না। তারা বাসা থেকে টিফিন খেয়ে আসতে হবে। প্রতিষ্ঠান শুধু খাওয়ার পানি সরবরাহ করবে।

মহাপরিচালক আরও বলেন, রোববার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রবেশের সময় ভিড় এড়িয়ে চলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। শিক্ষার্থী কিংবা পরিবারের কেউ অসুস্থ বা উপসর্গ থাকলে তাকে শিক্ষাপ্রতিষ্ঠানে না পাঠাতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি। 

সব শিক্ষার্থীর মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়গুলো নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষকদের পরামর্শ দেন তিনি।

এর আগে সকালে সিলেট সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান খানসহ সিলেটের শিক্ষা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত