মোস্তাকিম শুভ, সেলটা
Distractors in Listening
সাধারণত: লিসনিংয়ে ডিসট্রাকটরের নানা রূপ
(ক) অসত্য (অশুদ্ধ) তথ্য। (খ) বিকল্প উপায় (এমসিকিউ প্রশ্ন) (গ) বিভ্রান্তিকর বিবৃতি (মিস লিডিং স্টেটমেন্ট) (ঘ) সমোচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ। (ঙ) কথা পরিবর্তন। (চ) ইনফরমেশন ওভারলোড।
খ। বিকল্প উপায় (অলটারনেটিভ সল্যুশন-এমসিকিউ প্রশ্ন)
অনেক সময় কোনো কোনো প্রশ্নের উত্তরে একাধিক পছন্দ বা বিকল্প উত্তরগুলো দিয়ে দেওয়া হয়, যেখানে সঠিক উত্তর শুধু একটি, বাকিগুলো ভুল। যেমন এমসিকিউ। পরিকল্পিতভাবেই এটি করা হয়, যাতে পরীক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়ে। তাদের সামনে একটি সঠিক উত্তরের পরিবর্তে একাধিক (তিন থেকে চারটি) সম্ভাব্য উত্তর থাকে। সবচেয়ে মজার বিষয় হলো উত্তরগুলো দেখতে বা যুক্তিতর্কে খুব কাছাকাছি। এখানে খুব গভীরভাবে বিচার-বিশ্লেষণ করে ডিসট্র্যাকটর সরিয়ে সঠিক উত্তরটি শনাক্ত করা খুব জরুরি। উদাহরণ-২
এখানে প্রশ্নের উত্তরে একাধিক পছন্দ বা বিকল্প উত্তরগুলো (এমসিকিউ) দেওয়া আছে যেখানে সঠিক উত্তর শুধু একটি, বাকিগুলো ভুল।
গ। বিভ্রান্তিকর বিবৃতি (মিস লিডিং স্টেটমেন্ট)
বিভ্রান্তিকর বিবৃতি (যা সত্যের মতো শোনালেও সত্য নয়) দিয়েও ডিসট্র্যাকটর তৈরি করা হয়। এটা পরীক্ষার্থীদের বিভ্রান্তি করে এবং সঠিক উত্তর হতে নজর সরিয়ে নেয়। সুতরাং ডিসট্র্যাকটর চিহ্নিত করে সেগুলোকে পাশ কাটানোর দক্ষতা প্রয়োজন যা কিনা সঠিক উত্তর বাছাই করতে সাহায্য করে। উদাহরণ-৩:
কথোপকথনে প্রথমে এসেছে ডবল সেভেন ডবল ফাইফ। কিন্তু পরে সেটিকে ঠিক করে দেওয়া হয়েছে—ডবল ফাইভ ডবল সেভেন। সঠিক উত্তর ৫৫৭৭।
ঘ। সমোচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ
সঠিক উত্তরের কাছাকাছি উচ্চারিত শব্দগুলো ব্যবহার করেও বিভ্রান্তি সৃষ্টি করা হয়। পরীক্ষার্থীরা একটির সঙ্গে অন্য বিষয় গুলিয়ে ফেলে, বিশেষ করে ছাত্ররা যখন তাদের লিসনিং দক্ষতার ওপর বিশ্বাস করে পরীক্ষা দেয়। কিন্তু এহেন সমোচ্চারিত শব্দ ব্যবহার করে ফাঁদ পাতা হয় তখন তারা সেটি বোঝে না। উদাহরণ-৪:
প্রথমে ভুল উত্তর দিয়েছে। কিন্তু কথোপকথনে দ্বিতীয় ব্যক্তি লেখা নোট দেখে বোঝেন যে প্রথম ব্যক্তি যা বলছেন, তা ভুল। সুতরাং শেষের বলাটিই (thirteen) সঠিক উত্তর। এখানে সমোচ্চারিত শব্দগুলো (thirty / thirteen) বারবার উচ্চারিত হয়েছে।
[পর্ব-৫.৩ আগামী সংখ্যায়]
আরও পড়ুন:
Distractors in Listening
সাধারণত: লিসনিংয়ে ডিসট্রাকটরের নানা রূপ
(ক) অসত্য (অশুদ্ধ) তথ্য। (খ) বিকল্প উপায় (এমসিকিউ প্রশ্ন) (গ) বিভ্রান্তিকর বিবৃতি (মিস লিডিং স্টেটমেন্ট) (ঘ) সমোচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ। (ঙ) কথা পরিবর্তন। (চ) ইনফরমেশন ওভারলোড।
খ। বিকল্প উপায় (অলটারনেটিভ সল্যুশন-এমসিকিউ প্রশ্ন)
অনেক সময় কোনো কোনো প্রশ্নের উত্তরে একাধিক পছন্দ বা বিকল্প উত্তরগুলো দিয়ে দেওয়া হয়, যেখানে সঠিক উত্তর শুধু একটি, বাকিগুলো ভুল। যেমন এমসিকিউ। পরিকল্পিতভাবেই এটি করা হয়, যাতে পরীক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়ে। তাদের সামনে একটি সঠিক উত্তরের পরিবর্তে একাধিক (তিন থেকে চারটি) সম্ভাব্য উত্তর থাকে। সবচেয়ে মজার বিষয় হলো উত্তরগুলো দেখতে বা যুক্তিতর্কে খুব কাছাকাছি। এখানে খুব গভীরভাবে বিচার-বিশ্লেষণ করে ডিসট্র্যাকটর সরিয়ে সঠিক উত্তরটি শনাক্ত করা খুব জরুরি। উদাহরণ-২
এখানে প্রশ্নের উত্তরে একাধিক পছন্দ বা বিকল্প উত্তরগুলো (এমসিকিউ) দেওয়া আছে যেখানে সঠিক উত্তর শুধু একটি, বাকিগুলো ভুল।
গ। বিভ্রান্তিকর বিবৃতি (মিস লিডিং স্টেটমেন্ট)
বিভ্রান্তিকর বিবৃতি (যা সত্যের মতো শোনালেও সত্য নয়) দিয়েও ডিসট্র্যাকটর তৈরি করা হয়। এটা পরীক্ষার্থীদের বিভ্রান্তি করে এবং সঠিক উত্তর হতে নজর সরিয়ে নেয়। সুতরাং ডিসট্র্যাকটর চিহ্নিত করে সেগুলোকে পাশ কাটানোর দক্ষতা প্রয়োজন যা কিনা সঠিক উত্তর বাছাই করতে সাহায্য করে। উদাহরণ-৩:
কথোপকথনে প্রথমে এসেছে ডবল সেভেন ডবল ফাইফ। কিন্তু পরে সেটিকে ঠিক করে দেওয়া হয়েছে—ডবল ফাইভ ডবল সেভেন। সঠিক উত্তর ৫৫৭৭।
ঘ। সমোচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ
সঠিক উত্তরের কাছাকাছি উচ্চারিত শব্দগুলো ব্যবহার করেও বিভ্রান্তি সৃষ্টি করা হয়। পরীক্ষার্থীরা একটির সঙ্গে অন্য বিষয় গুলিয়ে ফেলে, বিশেষ করে ছাত্ররা যখন তাদের লিসনিং দক্ষতার ওপর বিশ্বাস করে পরীক্ষা দেয়। কিন্তু এহেন সমোচ্চারিত শব্দ ব্যবহার করে ফাঁদ পাতা হয় তখন তারা সেটি বোঝে না। উদাহরণ-৪:
প্রথমে ভুল উত্তর দিয়েছে। কিন্তু কথোপকথনে দ্বিতীয় ব্যক্তি লেখা নোট দেখে বোঝেন যে প্রথম ব্যক্তি যা বলছেন, তা ভুল। সুতরাং শেষের বলাটিই (thirteen) সঠিক উত্তর। এখানে সমোচ্চারিত শব্দগুলো (thirty / thirteen) বারবার উচ্চারিত হয়েছে।
[পর্ব-৫.৩ আগামী সংখ্যায়]
আরও পড়ুন:
রাজধানীর তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৯৯৮-২০২৫ সালের ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
৭ ঘণ্টা আগেস্মৃতি, আনন্দ আর উচ্ছ্বাসে ভরে গেল স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫। স্মৃতির ভেলায় গৌরবের পথ ধরে সামনে এগিয়ে চলার প্রত্যয় নিয়ে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো এই বর্ণাঢ্য আয়োজন।
১০ ঘণ্টা আগেইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার বাংলাদেশ শাখা ক্যাম্পাসে (১৬ এপ্রিল, বুধবার) বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পয়লা বৈশাখ উদ্যাপন করা হয়েছে।
২ দিন আগেবর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। দিনটি স্মরণীয় করে রাখার জন্য পয়লা বৈশাখের শুরু থেকে বিইউপির মনপুরা মাঠ এবং কনকোর্সে ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২ দিন আগে