Ajker Patrika

১৭তম শিক্ষক নিবন্ধনের সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৯: ৩৫
১৭তম শিক্ষক নিবন্ধনের সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশ 

১৭তম শিক্ষক নিবন্ধনের সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সৃষ্টি হওয়া গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের শিক্ষক এবং গ্রন্থাগার প্রভাষক পদে যোগ্য প্রার্থীদের নিবন্ধনের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ মার্চ বিকেল ৪টা থেকে ৩১ মার্চ পর্যন্ত এসব পদে আবেদন করা যাবে। নিবন্ধনের ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। এনটিআরসিএর ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/) গিয়ে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। টেলিটক মোবাইল সিম থেকে আবেদন ফি জমা দেওয়া যাবে। 

সাধারণ প্রার্থীদের মতো এসব পদে নিবন্ধিত হতে আবেদন করা প্রার্থীদেরও প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে হবে। প্রিলিমিনারি ও চূড়ান্ত পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেন। ওই বছরের ১৫ মে প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে করোনা পরিস্থিতির কারণে তখন পরীক্ষা স্থগিত হয়ে যায়। এরপর দুই বছর পেরিয়ে গেলেও সেই পরীক্ষা আর অনুষ্ঠিত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত