Ajker Patrika

চবির স্থগিত ও অনলাইন ক্লাসের পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত

প্রতিনিধি, চবি
চবির স্থগিত ও অনলাইন ক্লাসের পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের স্থগিত ও অনলাইনে নেওয়া ক্লাসের পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় আবাসিক হলগুলো বন্ধ রাখা হবে। আগামী সোমবার (১৬ আগস্ট) থেকে বিভাগগুলো চাইলে পরীক্ষা নেওয়া শুরু করতে পারবে। পাশাপাশি অনলাইনে পরীক্ষা নিতে অরডিন্যান্স প্রণয়ন করতে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে চলমান/স্থগিত/অসমাপ্ত পরীক্ষা সংক্রান্ত গঠিত কমিটির সদস্যসচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মনোয়ার আলী। 

মনোয়ার আলী বলেন, আবাসিক হল বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত ও অনলাইনে নেওয়া ক্লাসের পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ আগস্ট থেকে যত দ্রুত সম্ভব বিভাগগুলো পরীক্ষা নিতে পারবে। তবে পরীক্ষার বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি, পরীক্ষা কমিটির সভাপতি, সংশ্লিষ্ট ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর সমন্বয় করবেন। 

তিনি আরও বলেন, করোনা মহামারির বিষয় বিবেচনা করে পরীক্ষা অনলাইনে নেওয়ার জন্য অরডিন্যান্স প্রণয়ন করা হবে। এ ক্ষেত্রে অনলাইনে ক্লাস নেওয়া, পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি কীরূপ হবে তা বিভাগগুলোকে একাডেমিক কমিটির সভা করে সিদ্ধান্ত ১২ সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। পরে ডিনবৃন্দরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা এ কমিটির নিকট পাঠাবেন। পরে কমিটি বিস্তারিত সিদ্ধান্ত নিবে। 

এর আগে গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হলগুলো বন্ধ রেখে সশরীরে সব ধরনের একাডেমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিন ঘোষণা করে। তবে করোনা পরিস্থিতি আবার অবনতির দিকে গেলে ১৫ দিনের মাথায় পরীক্ষা স্থগিত করা হয়। এর আগে গত ৯ জুন থেকে বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষা নেওয়া শুরু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত