Ajker Patrika

ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটি বৃত্তি

শিক্ষা ডেস্ক
ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত
ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত

চীনে ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২৫-২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন। দেশটির সরকারের সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা

এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। আবাসনের ব্যবস্থা থাকবে। স্বাস্থ্যবিমার সুযোগ রয়েছে। এ ছাড়া জীবনযাত্রার ব্যয় নির্বাহে স্নাতকের জন্য (মাসিক) ২৫০০ চায়নিজ ইউয়ান (বাংলাদেশি টাকায় ৪০ হাজার ৯৮০ টাকা), স্নাতকোত্তরের জন্য ৩০০০ চায়নিজ ইউয়ান (বাংলাদেশি টাকায় ৪৯ হাজার ১৭৬ টাকা) ও পিএইচডির জন্য ৩৫০০ চায়নিজ ইউয়ান (বাংলাদেশি টাকায় ৫৭ হাজার ৩৭২ টাকা) দেওয়া হবে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

শিক্ষা অনুষদ, অর্থনীতি ও ব্যবস্থাপনা অনুষদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান স্কুল, সামাজিক উন্নয়ন স্কুল, বিদেশি ভাষার স্কুল, স্কুল অব সাইকোলজি অ্যান্ড কগনিটিভ সায়েন্স, ক্রীড়া ও স্বাস্থ্য স্কুল, স্কুল অব কমিউনিকেশন, স্কুল অব আর্ট, স্কুল অব ডিজাইন, নগর ও আঞ্চলিক বিজ্ঞান স্কুল, স্কুল অব ইকোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, তথ্যবিজ্ঞান ও প্রযুক্তি স্কুল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্কুল ও স্কুল অব ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

অফিশিয়াল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, বৈধ পাসপোর্টের কপি, দুটি সুপারিশের চিঠি, অধ্যয়ন পরিকল্পনা, প্রেরণাপত্র, স্বাস্থ্যের প্রশংসাপত্র, নন ক্রিমিনাল সার্টিফিকেট, গ্রহণযোগ্যতাপত্র (পিএইচডির জন্য) ও ভাষা দক্ষতার সার্টিফিকেট।

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের চীনের নাগরিকত্ব থাকা যাবে না। ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদনকারীদের অবশ্যই হাইস্কুল ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের বয়স ২৫ বছরের কম হতে হবে। মাস্টার্স ডিগ্রির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স ৩৫ বছরের কম হতে হবে। ডক্টরাল ডিগ্রির জন্য স্নাতকোত্তর ডিগ্রি এবং ৪০ বছরের কম বয়স হতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৫ মে ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত