Ajker Patrika

মাধ্যমিকে নতুন ক্লাস রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মে ২০২৩, ১৭: ২৮
মাধ্যমিকে নতুন ক্লাস রুটিন প্রকাশ

মাধ্যমিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির সমন্বিত রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশিত মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। 

অফিস আদেশে এক শিফটের সাধারণ স্কুলগুলোকে সকাল ১০টায় পাঠদান শুরু করে বেলা ১টা থেকে ৪৫ মিনিট বিরতি দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে বিরতির পর বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত পাঠদান করতে বলা হয়েছে। 

অপর দিকে দুই শিফটের স্কুলগুলোতে প্রথম শিফটে সকাল সাড়ে ৭টায় শুরু করে ৯টা ৩৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত বিরতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিরতির পর পুনরায় দুপুর ১২টা পর্যন্ত পাঠদানের নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় শিফট দুপুর সাড়ে ১২টায় শুরু করে বেলা ২টা থেকে ৩৫ মিনিট বিরতি দিতে বলা হয়েছে। একই সঙ্গে বেলা ৩টা ৫ মিনিট থেকে বিকেল ৫টা ৫ মিনিট পর্যন্ত পাঠদানের কথা বলা হয়েছে। 

রুটিনে এর বাইরে আরও ৯ দফা নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে জাতীয় দিবস উদ্‌যাপন শিখনকালীন কার্যক্রম হিসেবে অন্তর্ভুক্ত করা, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা শুধু ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সেশন পরিচালনার দায়িত্ব পালন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কোনো বিষয়েই সেশন সংখ্যা বা ক্রম পরিবর্তন না করা, নবম ও দশম শ্রেণির জন্য রুটিন ছক অনুসারে সপ্তম পিরিয়ডে (বিকেল ৪টা ১৫ মিনিট থেকে ৫টা পর্যন্ত) অতিরিক্ত একটি ক্লাস নেওয়া ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত