নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত চট্টগ্রাম, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন শিক্ষা বোর্ডে পরীক্ষা শুরু হবে ২৭ আগস্ট।
আজ রোববার এই তিন বোর্ড পৃথকভাবে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করে। তবে ২৭ আগস্ট থেকে পূর্বের রুটিন অনুযায়ীই নির্ধারিত বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর স্থগিত চারটি বিষয়ের পরীক্ষার সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন সূচি অনুযায়ী, এই বোর্ডের ১৭ আগস্টের বাংলা প্রথমপত্রের পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, ২০ আগস্টের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা ৩ অক্টোবর এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ৫ অক্টোবর নেওয়া হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন সূচি অনুযায়ী, ১৭ আগস্টের কোরআন মাজিদ পরীক্ষা আগামী ১ অক্টোবর, ২০ আগস্টের আরবি প্রথমপত্র (সাধারণ বিভাগ) ও আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা আগামী ৩ অক্টোবর, ২২ আগস্টের বাংলা প্রথমপত্র পরীক্ষা ৫ অক্টোবর এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৯ থেকে ১৭ অক্টোবরের মধ্যে আলিমের ব্যবহারিক পরীক্ষা শেষ করতে বলেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম/বিএমটি) দ্বাদশ ও একাদশ শ্রেণির নতুন সূচি অনুযায়ী, দ্বাদশ শ্রেণির ১৭ আগস্টের বাংলা-২ পরীক্ষা ১৭ সেপ্টেম্বর, ২০ আগস্টের ইংরেজি-২ পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, ২২ আগস্টের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ পরীক্ষা ২১ সেপ্টেম্বর এবং ২৪ আগস্টের বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন পরীক্ষা ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এই বোর্ডের একাদশ শ্রেণির ১৭ আগস্টের বাংলা-১ পরীক্ষা ১৭ সেপ্টেম্বর, ২০ আগস্টের ইংরেজি-১ পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, ২২ আগস্টের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ পরীক্ষা ২১ সেপ্টেম্বর এবং ২৪ আগস্টের ব্যবসায় গণিত ও পরিসংখ্যান পরীক্ষা ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এর আগে গত শুক্রবার রাতে আন্তশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ১০ দিন পিছিয়ে দেওয়ার কথা জানান।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৪৩ হাজার ৩৪২ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। ঘোষিত রুটিন অনুযায়ী, ১৭ আগস্ট থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। এর তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ২৫ সেপ্টেম্বর। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৬ সেপ্টেম্বর। ৪ অক্টোবর শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।
প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত চট্টগ্রাম, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন শিক্ষা বোর্ডে পরীক্ষা শুরু হবে ২৭ আগস্ট।
আজ রোববার এই তিন বোর্ড পৃথকভাবে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করে। তবে ২৭ আগস্ট থেকে পূর্বের রুটিন অনুযায়ীই নির্ধারিত বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর স্থগিত চারটি বিষয়ের পরীক্ষার সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন সূচি অনুযায়ী, এই বোর্ডের ১৭ আগস্টের বাংলা প্রথমপত্রের পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, ২০ আগস্টের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা ৩ অক্টোবর এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ৫ অক্টোবর নেওয়া হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন সূচি অনুযায়ী, ১৭ আগস্টের কোরআন মাজিদ পরীক্ষা আগামী ১ অক্টোবর, ২০ আগস্টের আরবি প্রথমপত্র (সাধারণ বিভাগ) ও আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা আগামী ৩ অক্টোবর, ২২ আগস্টের বাংলা প্রথমপত্র পরীক্ষা ৫ অক্টোবর এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৯ থেকে ১৭ অক্টোবরের মধ্যে আলিমের ব্যবহারিক পরীক্ষা শেষ করতে বলেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম/বিএমটি) দ্বাদশ ও একাদশ শ্রেণির নতুন সূচি অনুযায়ী, দ্বাদশ শ্রেণির ১৭ আগস্টের বাংলা-২ পরীক্ষা ১৭ সেপ্টেম্বর, ২০ আগস্টের ইংরেজি-২ পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, ২২ আগস্টের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ পরীক্ষা ২১ সেপ্টেম্বর এবং ২৪ আগস্টের বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন পরীক্ষা ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এই বোর্ডের একাদশ শ্রেণির ১৭ আগস্টের বাংলা-১ পরীক্ষা ১৭ সেপ্টেম্বর, ২০ আগস্টের ইংরেজি-১ পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, ২২ আগস্টের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ পরীক্ষা ২১ সেপ্টেম্বর এবং ২৪ আগস্টের ব্যবসায় গণিত ও পরিসংখ্যান পরীক্ষা ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এর আগে গত শুক্রবার রাতে আন্তশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ১০ দিন পিছিয়ে দেওয়ার কথা জানান।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৪৩ হাজার ৩৪২ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। ঘোষিত রুটিন অনুযায়ী, ১৭ আগস্ট থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। এর তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ২৫ সেপ্টেম্বর। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৬ সেপ্টেম্বর। ৪ অক্টোবর শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলা ট্রিবিউনের আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক পদে এখন টেলিভিশনের মো. বাইজীদ হোসেন সা’দ নির্বাচিত হয়েছেন।
৩ ঘণ্টা আগেএকজন নিবন্ধিত ও সনদপ্রাপ্ত লাইভস্টক ডিগ্রিধারীর প্রধান কাজ হচ্ছে, প্রাণীর কষ্ট লাঘব ও ব্যথা উপশমে প্রাথমিক চিকিৎসা দেওয়া। তাঁদের কাজ টিকাদান, কৃত্রিম প্রজনন, বার্ডিজ দ্বারা খোজাকরণ, ওয়ার্ড ড্রেসিং ইত্যাদি। এ ছাড়া ভেটেরিনারি কাউন্সিল কর্তৃক নির্ধারিত বিভিন্ন সেবাও তাঁরা প্রদান করেন, যা প্রাণিসম্পদ
১৩ ঘণ্টা আগেস্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সামার ২০২৫ সেশনে ভর্তি শুরু হয়েছে। এই ইউনিভার্সিটি ৫টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে।
১ দিন আগেবিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী ‘নেক্সট জেন বাংলাদেশ: ইঞ্জিনিয়ারিং টুমরো’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং অ্যাডমিশন অফিসের যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠ
১ দিন আগে