Ajker Patrika

রাবির ভর্তি পরীক্ষা স্থগিত, ঈদের পর নতুন তারিখ ঘোষণা

প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাবির ভর্তি পরীক্ষা স্থগিত, ঈদের পর নতুন তারিখ ঘোষণা

দেশব্যাপী করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৫,১৬ ও ১৭ আগস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম।

উপাচার্য সুলতান উল ইসলাম বলেন, করোনা কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা পেছানো হচ্ছে। রাবিতেও আগামী আগস্টে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার ঊর্ধ্বগতির কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঈদের পর আমরা পরিস্থিতি বুঝে নতুন করে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত