Ajker Patrika

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. হাসিবুর রশীদ

নিজস্ব প্রতিবেদক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. হাসিবুর রশীদ

ঢাকা: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. হাসিবুর রশীদকে বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক।

আজ বুধবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বেরোবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। আগামী ১৪ জুন থেকে এই নিয়োগ কার্যকর হবে। বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর চাইলে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ১ জুন চার বছরের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ। ওই বছরের ১৪ জুন উপাচার্য পদে যোগ দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত