Ajker Patrika

চীনে উচ্চশিক্ষা: শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপ

মুসাররাত আবির
আপডেট : ১৪ জুলাই ২০২২, ১১: ৩০
চীনে উচ্চশিক্ষা: শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপ

প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের জন্য চীনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অসংখ্য স্কলারশিপের আয়োজন করে থাকে। সেসব বিশ্ববিদ্যালয়েরই একটি হলো চীনের বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যালয়। এখানে আপনি এক বছরের সম্পূর্ণ অর্থায়িত মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। প্রতিবছর শোয়ার্জম্যান বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা মূল্যে মাস্টার ডিগ্রি অধ্যয়নের জন্য ২০০ বৃত্তি দেয়। এই স্কলারশিপ ভবিষ্যতের নেতাদের একটি বিশ্বব্যাপী সম্প্রদায় তৈরি করার জন্য তৈরি করা হয়েছে। এটা চীন এবং বাকি বিশ্বের মধ্যে বোঝাপড়াকে আরও মজবুত করতে সহায়তা করবে।

সিনহুয়া বিশ্ববিদ্যালয় চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, যার র‍্যাঙ্কিং সারা বিশ্বে ১৫তম। শোয়ার্জম্যান স্কলারশিপ বিশ্বের সেরা শিক্ষার্থীদের দেওয়া হয়ে থাকে; যাতে বিশ্বের সব অঞ্চল এবং সেক্টরের তরুণ নেতাদের একটি বৈচিত্র্যময় দলকে একত্র করা যায়। শোয়ার্জম্যান স্কলাররা অন্যান্য সংস্কৃতি, দৃষ্টিভঙ্গি ও অবস্থান বোঝার সুযোগ পান। বিদেশি মন্ত্রী, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক আলোকিত ব্যক্তি এবং উদ্যোক্তাদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে স্কলাররা বিশ্বমানের শিক্ষা লাভ করেন। এখানে আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আবেদন করার জন্য কোনো ন্যূনতম জিপিএ বা ক্লাস র‍্যাঙ্কের প্রয়োজন নেই। অর্থাৎ সিজিপিএর ভিত্তিতে নির্বাচন হয় না। 

সুযোগ-সুবিধা

  • টিউশন ফি, সেমিস্টার ফি এবং হলের বেতন মওকুফ।
  • শিক্ষাবর্ষের শুরুতে এবং শেষে বেইজিংয়ে ভ্রমণের খরচ বহন করা হবে।
  • একটি দেশে অধ্যয়ন সফরের খরচ বহন করা হবে।
  • কোর্সের বই এবং সরবরাহ, স্বাস্থ্য বিমা ও একটি ব্যক্তিগত উপবৃত্তির জন্য ভাতা প্রদান করা হবে ৷ 

আবেদনের যোগ্যতা

  • স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেসব আবেদনকারী বর্তমানে স্নাতক ডিগ্রি প্রোগ্রামে নথিভুক্ত হয়েছেন, তাঁদের অবশ্যই শোয়ার্জম্যান স্কলারদের তালিকাভুক্তির বছরের ১ আগস্টের আগে সব ডিগ্রি প্রয়োজনীয়তা সফলভাবে পূরণ করতে হবে।
  • বয়স ১৮-২৮ হতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আবেদনকারীর মাতৃভাষা ইংরেজি না হলে, টোয়েফল বা আইইএলটিএস স্কোর আবেদনের সঙ্গে জমা দিতে হবে। টোয়েফলের ন্যূনতম স্কোর ৬০০। আর আইইএলটিএস স্কোর সর্বনিম্ন ৭ হতে হবে।
  • তবে যেসব আবেদনকারী আন্ডারগ্র্যাজুয়েট ইনস্টিটিউশনে অধ্যয়ন করেছেন, যেখানে আবেদনকারীর একাডেমিক প্রোগ্রামের কমপক্ষে দুই বছরের জন্য প্রাথমিক শিক্ষার ভাষা ইংরেজি ছিল, তাঁদের জন্য ভাষার প্রয়োজনীয়তা মওকুফ করা হয়েছে।
  • এ ছাড়া নেতৃত্বের ক্ষমতা, মুক্তমনা, একাডেমিক যোগ্যতা, বুদ্ধিবৃত্তিক ক্ষমতা, সহানুভূতি এবং আন্তসাংস্কৃতিক দক্ষতা থাকতে হবে। 

আবেদনের পদ্ধতি

  • আবেদনকারীদের ইংরেজিতে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে।
  • অফিশিয়াল অনলাইন পোর্টালের মাধ্যমে একটি নতুন অ্যাপ্লিকেশন শুরু করার জন্য তাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য দেওয়া ই-মেইল ঠিকানাটি আপনার ভর্তির অবস্থা সম্পর্কে সব চিঠিপত্রের জন্য ব্যবহার করা হবে।
  • সব সনদ ইলেকট্রনিকভাবে জমা দিতে হবে। কারণ তারা ই-মেইলের মাধ্যমে কিছু গ্রহণ করে না।
  • আবেদনকারীরা তাঁদের আবেদনটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন করতে পারেন। এটি তাঁদের আবেদন জমা দেওয়ার আগে যতবার প্রয়োজন ততবার কাজ করতে সহায়তা করবে। 

আবেদনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন

  • আপনার জীবনবৃত্তান্ত বা সিভির একটি বর্তমান সংস্করণ (সর্বোচ্চ ২ পৃষ্ঠা)।
  • দুটি প্রয়োজনীয় প্রবন্ধ, নেতৃত্বের ওপর (৭৫০ শব্দ) এবং উদ্দেশ্যের একটি বিবৃতি (৫০০ শব্দ)।
  • আপনি প্রতিটি ডিগ্রি প্রদানকারী পোস্ট-সেকেন্ডারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আপনাকে অফিশিয়াল প্রতিলিপি স্ক্যান এবং আপলোড করতে হবে।
  • সুপারিশের ৩টি চিঠি।
  • স্বপরিচয় নিয়ে একটি ছোট ভিডিও (১ মিনিটের বেশি নয়)।

ওয়েবসাইট: https://www.schwarzmanscholars.org/admissions/

আবেদনের শেষ সময়: সেপ্টেম্বর ২১, ২০২২।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত