Ajker Patrika

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তি চলছে

ইবি প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৯: ১৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তি চলছে

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে গুচ্ছের সপ্তম মেধাতালিকার ভর্তি শেষ হয়েছে। এতে ৪৬৪টি আসন খালি রয়েছে। নির্দিষ্ট মেধাতালিকায় থাকলে এসব শূন্য আসনে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। 

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান শূন্য আসনে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন। 

গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল অনুযায়ী ‘এ’ ইউনিটে ১ হাজার ৫৫৭ থেকে ৫ হাজার ৫৩০, ‘বি’ ইউনিটে ২৬৩ থেকে ২ হাজার ৬৬০ এবং ‘সি’ ইউনিটে ৫৮৬ থেকে ১ হাজার ৭৩০ মেধাক্রমে থাকা শিক্ষার্থীরা শূন্য আসনে ভর্তি হতে পারবেন। 

রেজিস্ট্রার অফিস জানায়, সপ্তম মেধাতালিকার ভর্তি শেষে ৪৬৪টি আসন খালি রয়েছে। শূন্য আসনের ভর্তির জন্য ১৭ জানুয়ারি অষ্টম মেধাতালিকা প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে নতুন প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। 

ভর্তি-ইচ্ছুকদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা সশরীরে এসে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে হবে। আগ্রহী শিক্ষার্থীরা মেধাক্রম অনুযায়ী অষ্টম মেধাতালিকায় স্থান পাবেন। 

বিভাগ না পাওয়া ভর্তি-ইচ্ছুকদের আজ ও আগামীকালের মধ্যে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত