Ajker Patrika

ঘরে বসেই কোর্স করার সুযোগ, পাবেন সনদও

ঘরে বসেই কোর্স করার সুযোগ, পাবেন সনদও

আধুনিক প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে জ্ঞান অর্জনের মাধ্যমও ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের জন্য গড়ে উঠেছে একাধিক অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এর মধ্যে মাইন্ডলাস্টার, কোর্সরা, ইডিএক্স, ইউডাসিটি ও ডব্লিউ থ্রিস্কুলসের মতো প্ল্যাটফর্মগুলো বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। এসব প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের একাডেমিক থেকে শুরু করে প্রযুক্তিগত প্রয়োজনীয় সব কোর্স দিয়ে থাকে সম্পূর্ণ বিনা মূল্যে। সাধারণত ছয় থেকে আট সপ্তাহ স্থায়ী হয় একেকটি কোর্স। কোর্স শেষে বিশ্বের প্রথম সারির বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি জায়ান্ট কোম্পানিগুলো প্রশিক্ষণ ও সনদও প্রদান করে থাকে। বর্তমান সময়ের এমন জনপ্রিয় কিছু ওয়েবসাইট ও অ্যাপ সম্পর্কে লিখেছেন সাব্বির হোসেন। 

মাইন্ডলাস্টার
মাইন্ডলাস্টার বা mindluster হলো এমন একটি লার্নিং প্ল্যাটফর্ম, যা বিভিন্ন ধরনের বিনা মূল্যের কোর্স এবং সনদ অফার করে। এই প্ল্যাটফর্মে প্রোগ্রামিং, গ্রাফিকস ডিজাইন, ব্যবসা, স্বাস্থ্য, ভাষাসহ নানা বিষয়ের ওপর তিন লাখেরও বেশি কোর্স রয়েছে। সম্পূর্ণ বিনা খরচে এ কোর্সগুলো নেওয়া যায়। কোর্স শেষ হওয়ার পর ব্যবহারকারীরা বিনা মূল্যে সনদ অর্জন করতে পারেন। আর ব্যবহারকারীদের নিজেদের আগ্রহ ও ক্যারিয়ারের লক্ষ্যের ওপর ভিত্তি করে লার্নিং ট্র্যাক বেছে নেওয়ার সুযোগ রয়েছে। 
লিংক: (https://www.mindluster.com/)
অ্যাপ: (https://play.google.com/store/apps/details?id=com.skillmaster.vasux)

কোর্সরা
বিশ্বের বৃহত্তম অনলাইন লার্নিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি কোর্সরা বা Coursera। এটি স্টানফোর্ড, মিশিগান, ডিউক, পেনসিলভেনিয়ার মতো বিশ্বের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গুগল, আইবিএমের মতো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করে বিভিন্ন বিষয়ে কোর্স অফার করে। কোর্সরার কোর্সগুলো বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য উপযোগী, যাঁরা নিজেদের জ্ঞান বাড়াতে বা নতুন দক্ষতা অর্জন করতে ইচ্ছুক।
লিংক: (https://www.coursera.org/)
অ্যাপ: (https://play.google.com/store/apps/details?id=org.coursera.android)

ইডিএক্স
ইডিএক্স বা edX হলো আরেকটি জনপ্রিয় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এটি এমআইটি ও হার্ভার্ড ইউনিভার্সিটি দ্বারা প্রতিষ্ঠিত। এটি বিভিন্ন বিষয়ের পাশাপাশি মাইক্রো মাস্টার্স প্রোগ্রাম অফার করে থাকে শিক্ষার্থীদের জন্য। কোর্সগুলো মূলত তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার ওপর বেশি জোর দেয়। লিংক:(https://www.edx.org)। অ্যাপ: (https://play.google.com/store/apps/details?id=org.edx.mobile)

ইউডাসিটি
ইউডাসিটি বা Udacity প্রযুক্তিভিত্তিক শিক্ষাক্রমে বিশেষজ্ঞ একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এটি Nanodegree programs অফার করে, যা শিক্ষার্থীদের নির্দিষ্ট প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সহায়ক। ইউডাসিটি কোর্সগুলো শিল্পের অভিজ্ঞ পেশাদারদের দ্বারা তৈরি ও শেখানো হয়। লিংক: (https://www.udacity.com/)

ডব্লিউথ্রিস্কুলস
ডব্লিউথ্রিস্কুলস বা W3Schools ওয়েব ডেভেলপমেন্ট ও প্রোগ্রামিং শেখার জন্য একটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম। এটি HTML, Python, CSS, JavaScript, PHP, SQL-সহ বিভিন্ন প্রোগ্রামিং ভাষার ওপর টিউটোরিয়াল এবং অনুশীলন অফার করে। ডব্লিউথ্রিস্কুলসের রিসোর্সগুলো বিনা মূল্যে হয়ে থাকে এবং এটি ব্যবহার করা তুলনামূলক সহজ। লিংক: (https://www.w3schools.com/)

মুকস
ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সগুলো মুকস বা MOOCs হলো বিনা মূল্যের অনলাইন কোর্স। এসব কোর্সে যে কেউ চাইলেই অংশ নিতে পারবেন। অংশ নেওয়ার মধ্য দিয়ে দক্ষতা বাড়ানোর, আপনার কর্মজীবনকে এগিয়ে নেওয়ার ও মানসম্পন্ন শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে। 
লিংক: (https://www.mooc.org/)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত