Ajker Patrika

আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থী সায়েম

শাবিপ্রবি প্রতিনিধি 
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১০: ৪৩
আবু সায়েম সাদিক। ছবি: সংগৃহীত
আবু সায়েম সাদিক। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আবু সায়েম সাদিক আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন।

আগামী আগস্টের ১৭ থেকে ২১ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক এই সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ ও শাবিপ্রবির পক্ষে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবেন তিনি। সেখানে সায়েম তাঁর গবেষণা "Synthesis and Characterization of Nanocellulose Phosphate as a Novel Biomaterial for Bone Tissue Engineering" বিষয়ে উপস্থাপন করবেন, যা হাড়ের টিস্যু পুনর্গঠনে সম্ভাবনাময় এক বায়োমেটেরিয়াল নিয়ে পরিচালিত হয়েছে।

আমেরিকান কেমিক্যাল সোসাইটির (American Chemical Society - ACS) অধীনস্থ Younger Chemists Committee (YCC) কর্তৃক প্রদত্ত Fall 2025 CIBA Young Scientist Travel Award-এর জন্য তাঁকে নির্বাচিত করা হয়েছে। এই সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার তাঁকে আগামী ACS National Meeting-এ তাঁর গবেষণা উপস্থাপন এবং আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দিচ্ছে।

এ বিষয়ে আবু সায়েম সাদিক বলেন, ‘এই সম্মাননা আমার জন্য শুধু একটি পুরস্কার নয়, বরং বৈশ্বিক পর্যায়ে কাজ করার আত্মবিশ্বাস ও প্রেরণা। আমি কৃতজ্ঞ আমার শিক্ষক, সহপাঠী ও পরিবারের প্রতি, যারা সব সময় আমাকে সমর্থন করেছেন।’

আবু সায়েম সাদিক তাঁর এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক এবং তাঁর গবেষণা-পরিচালক অধ্যাপক ড. নুর উদ্দিন আহমাদকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রসঙ্গত, CIBA Travel Award প্রতিবছর বিশ্বের উদীয়মান তরুণ রসায়নবিদদের উৎসাহিত করতে প্রদান করা হয়। গবেষণা, নেতৃত্ব ও বৈশ্বিক যোগাযোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে এই সম্মেলন একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত