করোনার মহামারিতে শিক্ষক-শিক্ষার্থীরা ঘরবন্দি। শ্রেণি কক্ষের বদলে শিক্ষার্থীরা ক্লাস করছেন অনলাইনে। তাই ঘরবন্দী শিক্ষার্থীদের উজ্জীবিত করতে ‘কোভিড ডায়েরিজ-দ্বিতীয় খণ্ড’ শিরোনামে এক অনলাইন চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়।
গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অনলাইন চিত্র প্রদর্শনী আগামীকাল রোববার পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জেআরএন ভিজ্যুয়াল ক্লাবের আয়োজনে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী নকী, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান কাজী আবদুল মান্নান ও অন্যান্য শিক্ষকমণ্ডলীগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে বিভাগের বর্তমান ও প্রাক্তন প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
উপাচার্য মোহাম্মদ আলী নকী প্রদর্শনীর উদ্বোধন ঘোষণার পর শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘ফটোগ্রাফিতে নিজস্ব একটা বক্তব্য থাকতে হবে। কোনো কোনো ছবি ইতিহাসকে ধারণ করে।’ এ সময় তিনি বেশ কয়েকটি ছবির নানা দিক নিয়ে কথা বলেন ও চিত্র ধারণকারী উদীয়মান শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।
এ দিকে, বিভাগীয় চেয়ারম্যান কাজী আবদুল মান্নান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে নিজ শুভেচ্ছা বক্তব্যে সব শিক্ষার্থীকে কোভিড পরিস্থিতিতে সচেতন থেকে কাজ করতে উৎসাহ দেন।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থী শামস মাশরাকা জিতু বলেন, ‘অনলাইন চিত্র প্রদর্শনীতে আমার ছবি আসায় ভালো লাগছে। কিন্তু চিত্র প্রদর্শনীটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলে আরও ভালো লাগত।’
অপর শিক্ষার্থী মো. আল আমিন তুষার বলেন, ‘জে আর এন ভিজ্যুয়াল ক্লাব আমাদের প্রতি যত্নশীল। করোনার মহামারিতেও ক্লাসের পাশাপাশি বিভিন্ন সেশন ও চিত্র প্রদর্শনীর আয়জন করে আসছে। সেখানে অংশ নিয়ে আমার খুব ভালো লাগছে।’
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের তোলা ছবির এই প্রদর্শনী চলবে আগামীকাল পর্যন্ত। অনলাইনে
https://artspaces.kunstmatrix.com/en/exhibition/7459215/covid-diaries-part-2 এই ঠিকানা থেকে যে কেউ বিনা মূল্যে প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন।
জে আর এন ভিজ্যুয়াল ক্লাবের কনভেনর তানিয়া সুলতানা বলেন, করোনা মহামারিতে দীর্ঘদিন থেকে ক্লাস বন্ধ। শিক্ষার্থীরা যেন মানসিকভাবে বিপর্যস্ত না হয় তাই অনলাইনে ক্লাবের কার্যক্রম চালু রাখা হয়েছে। সে ধারাবাহিকতায় অনলাইনে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ক্লাবের কার্যক্রম অব্যাহত থাকবে।
করোনার মহামারিতে শিক্ষক-শিক্ষার্থীরা ঘরবন্দি। শ্রেণি কক্ষের বদলে শিক্ষার্থীরা ক্লাস করছেন অনলাইনে। তাই ঘরবন্দী শিক্ষার্থীদের উজ্জীবিত করতে ‘কোভিড ডায়েরিজ-দ্বিতীয় খণ্ড’ শিরোনামে এক অনলাইন চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়।
গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অনলাইন চিত্র প্রদর্শনী আগামীকাল রোববার পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জেআরএন ভিজ্যুয়াল ক্লাবের আয়োজনে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী নকী, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান কাজী আবদুল মান্নান ও অন্যান্য শিক্ষকমণ্ডলীগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে বিভাগের বর্তমান ও প্রাক্তন প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
উপাচার্য মোহাম্মদ আলী নকী প্রদর্শনীর উদ্বোধন ঘোষণার পর শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘ফটোগ্রাফিতে নিজস্ব একটা বক্তব্য থাকতে হবে। কোনো কোনো ছবি ইতিহাসকে ধারণ করে।’ এ সময় তিনি বেশ কয়েকটি ছবির নানা দিক নিয়ে কথা বলেন ও চিত্র ধারণকারী উদীয়মান শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।
এ দিকে, বিভাগীয় চেয়ারম্যান কাজী আবদুল মান্নান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে নিজ শুভেচ্ছা বক্তব্যে সব শিক্ষার্থীকে কোভিড পরিস্থিতিতে সচেতন থেকে কাজ করতে উৎসাহ দেন।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থী শামস মাশরাকা জিতু বলেন, ‘অনলাইন চিত্র প্রদর্শনীতে আমার ছবি আসায় ভালো লাগছে। কিন্তু চিত্র প্রদর্শনীটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলে আরও ভালো লাগত।’
অপর শিক্ষার্থী মো. আল আমিন তুষার বলেন, ‘জে আর এন ভিজ্যুয়াল ক্লাব আমাদের প্রতি যত্নশীল। করোনার মহামারিতেও ক্লাসের পাশাপাশি বিভিন্ন সেশন ও চিত্র প্রদর্শনীর আয়জন করে আসছে। সেখানে অংশ নিয়ে আমার খুব ভালো লাগছে।’
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের তোলা ছবির এই প্রদর্শনী চলবে আগামীকাল পর্যন্ত। অনলাইনে
https://artspaces.kunstmatrix.com/en/exhibition/7459215/covid-diaries-part-2 এই ঠিকানা থেকে যে কেউ বিনা মূল্যে প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন।
জে আর এন ভিজ্যুয়াল ক্লাবের কনভেনর তানিয়া সুলতানা বলেন, করোনা মহামারিতে দীর্ঘদিন থেকে ক্লাস বন্ধ। শিক্ষার্থীরা যেন মানসিকভাবে বিপর্যস্ত না হয় তাই অনলাইনে ক্লাবের কার্যক্রম চালু রাখা হয়েছে। সে ধারাবাহিকতায় অনলাইনে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ক্লাবের কার্যক্রম অব্যাহত থাকবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ যুগোপযোগী করতে নতুন করে সংশোধনের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সংশোধিত আইনের খসড়ায় আইন লঙ্ঘনে শাস্তি বাড়ানো, উপাচার্য ও শিক্ষক নিয়োগে যোগ্যতা নির্ধারণ, ট্রাস্টি বোর্ডে পরিবর্তন আনাসহ বেশ কিছু প্রস্তাব করা হয়েছে।
৩ ঘণ্টা আগেচলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে ৩০ জুলাই থেকে। ভর্তিপ্রক্রিয়া চলবে আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর। বরাবরের মতো এবারও শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। তিন পর্যায়ে আবেদন নেওয়া হবে।
১ দিন আগেবাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আগামী রোববার থেকে স্বল্প পরিসরে শ্রেণি কার্যক্রম শুরু হবে। এ দিন শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির শ্রেণি কার্যক্রম চালু হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণির কার্যক্রম শুরু হবে।
২ দিন আগেএইচএসসির স্থগিত পরীক্ষাগুলো আলাদা দিনে নেওয়ার জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, স্থগিত হওয়া ২২ জুলাইয়ের পরীক্ষা হবে আগামী ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা হবে ১৯ আগস্ট।
২ দিন আগে