Ajker Patrika

দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ বেড়ে দ্বিগুণ

দিনাজপুর প্রতিনিধি
Thumbnail image

এইচএসসি পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পাশের হার ৭৭ দশমিক ৫৬ ভাগ। বরাবরের মতো এবারও পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। তবে দিনাজপুর শিক্ষা বোর্ডে রংপুর বিভাগের ২০টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাশ করেনি। 

আজ মঙ্গলবার বেলা ১১টায় এ ফলাফল ঘোষণা করেন দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স. ম. আবদুস সামাদ আজাদ। এ সময় সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঘোষিত ফলাফলে দেখা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে মোট ৬৬৫টি কলেজের ২০৪টি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ১২ হাজার ১১৫ শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ২৯৫। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৬ হাজার ১৮৫ ও ছাত্রীর সংখ্যা ৮ হাজার ১১০। 

 ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৪৫৯ শিক্ষার্থী। ওই বছর ছাত্রের পাশের হার ৭৩ দশমিক ৯৭ এবং ছাত্রীর পাশের হার ৮১ দশমিক ১ ভাগ। অর্থাৎ পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা বরাবরের মতো এগিয়ে রয়েছে। দিনাজপুর বোর্ড থেকে এ বছর শতভাগ পাশ করেছে এমন কলেজের সংখ্যা ১৫টি এবং একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন কলেজের সংখ্যা ২০ টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত