Ajker Patrika

এসএসসির প্রস্তুতি: ইংরেজি প্রথম পত্র

আক্তার জাহান সুমি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তোমাদের শুভেচ্ছা জানিয়ে ইংরেজি প্রথম পত্রে ভালো ফল করার জন্য কিছু প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। ইংরেজি প্রথমপত্র মোট ১০০ নম্বরের, যা দুটি অংশে বিভক্ত Part A: Reading Test (৫০ নম্বর) এবং Part B: Writing Test (৫০ নম্বর)। Reading Test অংশে প্রথমেই একটি Seen Passage থাকবে। যেখান থেকে ৭টি Multiple Choice Question (MCQ) থাকবে। Passage মনোযোগ দিয়ে পড়ে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর সাব নম্বরসহ লিখবে, তবে Full Stop ব্যবহার করবে না।

দ্বিতীয় প্রশ্নে একই Passage থেকে ৫টি প্রশ্ন থাকবে, যেগুলোর উত্তর সঠিক Person, Number ও Tense ব্যবহার করে সংক্ষিপ্তভাবে লিখতে হবে। অপ্রাসঙ্গিক বা অতিরিক্ত বড় উত্তর দেওয়া যাবে না।

তৃতীয় প্রশ্নে থাকবে Gap Filling (with clues), যেখানে আরেকটি Seen Passage দেওয়া থাকবে এবং উপযুক্ত শব্দ বসিয়ে তা অর্থপূর্ণ করতে হবে।

এরপর চতুর্থ ও পঞ্চম প্রশ্নের জন্য একটি Unseen Passage থাকবে। চতুর্থ প্রশ্নে একটি Information Table পূরণ করতে হবে, শুধু সঠিক অংশটুকু সাব নম্বরসহ লিখবে, Full Stop প্রয়োজন নেই।

পঞ্চম প্রশ্নে ওই Passage-এর ওপর ভিত্তি করে Summary লিখতে হবে, যা সাধারণত Passage-এর এক-তৃতীয়াংশের মতো হয়ে থাকে। মূল বক্তব্য ঠিক রেখে সংক্ষিপ্তভাবে লিখবে।

ষষ্ঠ প্রশ্নে Column A, B, C থাকবে। তিনটি অংশ থেকে সঠিক অংশ নির্বাচন করে Bracket দিয়ে যোগ চিহ্নসহ পূর্ণ Sentence লিখে শেষে Full Stop দিতে হবে। সপ্তম প্রশ্নে একটি এলোমেলো গল্প থাকবে, সেটিকে সঠিক ক্রমে সাজিয়ে Box করে লেখার নিয়ম অনুসরণ করতে হবে।

Part B: Writing Test (৫০ নম্বর) : Writing Test অংশে প্রথমে থাকবে Paragraph Writing। এখানে ৫টি প্রশ্ন দেওয়া থাকবে এবং সেগুলোর ভিত্তিতে একটি Paragraph লিখতে হবে। অবশ্যই এক প্যারায় লিখবে এবং প্রশ্ন অনুযায়ী বিষয়বস্তু লিখতে হবে। নবম প্রশ্নে Completing Story থাকবে, যেখানে কিছু এলোমেলো Sentence দেওয়া থাকবে এবং সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে একটি গল্প শেষ করতে হবে। এটি প্যারা আকারে লেখা যাবে।

দশম প্রশ্নে একটি Graph Chart দেওয়া থাকবে, যেটিকে সঠিকভাবে বিশ্লেষণ করে তথ্য তুলে ধরতে হবে। একাদশ প্রশ্নে থাকবে Informal Letter বা Email লেখা, যেখানে সঠিক গঠন ও ভাষা মেনে উত্তর লিখতে হবে। দ্বাদশ প্রশ্নে Dialogue Writing থাকবে। এখানে সংলাপের শুরুতে Greetings এবং শেষ পর্যন্ত বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে সংলাপটি সম্পূর্ণ করতে হবে। নাম ও প্রসঙ্গ যেন প্রশ্ন অনুযায়ী ঠিক থাকে, তা খেয়াল রাখতে হবে।

সবশেষে, সময় ব্যবস্থাপনা, খাতার উপস্থাপনা এবং পরিষ্কার হাতের লেখার প্রতি যত্ন নিতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক ও প্রাসঙ্গিকভাবে দিতে হবে এবং অতিরিক্ত বড় বা ছোট করে লেখার চেষ্টা করবে না। প্রশ্ন শেষ করার পর কিছুটা সময় রিভিশনের জন্য রাখবে। আশা করি, এ নির্দেশনাগুলো এসএসসি পরীক্ষায় ভালো ফল করতে সহায়ক হবে। তোমাদের জন্য রইল আন্তরিক শুভকামনা—সুস্বাস্থ্য, সফলতা এবং মেধার সর্বোচ্চ প্রকাশ হোক তোমাদের পরীক্ষায়।

পরামর্শ দিয়েছেন: সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত