জবি প্রতিনিধি
২০২২-২৩ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় ও প্রতি ইউনিটের ভর্তি কমিটি গঠন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। জুনের দ্বিতীয় সপ্তাহে (৯ কিংবা ১০ তারিখ) ভর্তি পরীক্ষা নেওয়া ও আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণসহ আনুষঙ্গিক বিষয়ে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠিয়েছে বি এবং সি ইউনিটের ভর্তি কমিটি।
এর পূর্বে গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ও ইউনিট ভর্তি কমিটি গঠন করার বিষয়টি জানানো হয়।
স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সার্বিকভাবে তদারকি, ইউনিট কমিটিসমূহের প্রস্তাব বা সুপারিশ বিবেচনা ও অন্যান্য আনুষঙ্গিক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ভর্তি কমিটি। আর ভর্তি পরীক্ষার তারিখ-সময়, আবেদন করার যোগ্যতা, আবেদন ফি ইত্যাদি নির্ধারণ এবং ভর্তি বিজ্ঞপ্তি ও নির্দেশিকা প্রণয়ন করে কেন্দ্রীয় কমিটির কাছে পেশ করবে গঠিত ৩টি ইউনিট কমিটি।
গঠিত ৩টি ইউনিট হলো এ ইউনিট: বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ, বি ইউনিট: কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ ও ইনস্টিটিউটসহ ও সি ইউনিট: বাণিজ্য অনুষদ। কেন্দ্রীয় ভর্তি কমিটিতে আহ্বায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, সদস্য হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও ৬টি অনুষদের ডীন এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।
এ ইউনিটের সমন্বয়ক লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন, যুগ্ম সমন্বয়ক বিজ্ঞান অনুষদের ডিন এবং অনুষদভুক্ত সকল বিভাগের চেয়ারম্যান সদস্য হিসেবে রয়েছেন। বি ইউনিটের সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, যুগ্ম সমন্বয়ক কলা অনুষদের ডিন ও সি ইউনিটের সমন্বয়কারী হিসেবে রয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন।
জানা যায়, বি ও সি ইউনিটের ভর্তি কমিটি আলাদা আলাদা বৈঠক শেষে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ (৯ কিংবা ১০ তারিখ) ভর্তি পরীক্ষা নেওয়া, আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ, যোগ্যতা এবং আনুষঙ্গিক বিষয়ে প্রস্তাব কেন্দ্রীয় ভর্তি কমিটির কাছে পাঠিয়েছে। এ ইউনিটের ভর্তি কমিটি বৈঠক শেষে প্রস্তাব পাঠাবেন ৷ পরবর্তীতে কেন্দ্রীয় ভর্তি কমিটি একটি বৈঠকে সবকিছু সমন্বয় করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ৷ তবে কবে নাগাদ সেই বৈঠক হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রইছ উদদীন বলেন, ‘আমরা কেন্দ্রীয় কমিটির কাছে পরীক্ষার তারিখ ও আবেদন ফির পরিমাণ কেন্দ্রীয় কমিটির কাছে পেশ করেছি। কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা বলেন, ‘যেহেতু নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে তাই আমরা ২০১৯-২০ সেশনের যেই যোগ্যতা ও সংশ্লিষ্ট মাপকাঠি ছিল সেটি অনুযায়ীই কিছু বিষয় নির্ধারণ করে প্রস্তাবনা পাঠিয়েছি। জুনের দ্বিতীয় সপ্তাহে সি ইউনিটের পরীক্ষার সময় নির্ধারণ করে ইউনিট কমিটি থেকে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।’
লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার বলেন, ‘ইউনিট কমিটির সবাই মিলে বৈঠক করে আমরা সংশ্লিষ্ট বিষয়ে প্রস্তাবনা পেশ করব ৷ কেন্দ্রীয়ভাবে সমন্বয় করেই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ‘ইউনিট কমিটি তাদের সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠাবেন ৷ পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি সেগুলো অনুমোদন করে সবকিছু চূড়ান্ত করবে।’
২০২২-২৩ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় ও প্রতি ইউনিটের ভর্তি কমিটি গঠন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। জুনের দ্বিতীয় সপ্তাহে (৯ কিংবা ১০ তারিখ) ভর্তি পরীক্ষা নেওয়া ও আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণসহ আনুষঙ্গিক বিষয়ে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠিয়েছে বি এবং সি ইউনিটের ভর্তি কমিটি।
এর পূর্বে গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ও ইউনিট ভর্তি কমিটি গঠন করার বিষয়টি জানানো হয়।
স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সার্বিকভাবে তদারকি, ইউনিট কমিটিসমূহের প্রস্তাব বা সুপারিশ বিবেচনা ও অন্যান্য আনুষঙ্গিক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ভর্তি কমিটি। আর ভর্তি পরীক্ষার তারিখ-সময়, আবেদন করার যোগ্যতা, আবেদন ফি ইত্যাদি নির্ধারণ এবং ভর্তি বিজ্ঞপ্তি ও নির্দেশিকা প্রণয়ন করে কেন্দ্রীয় কমিটির কাছে পেশ করবে গঠিত ৩টি ইউনিট কমিটি।
গঠিত ৩টি ইউনিট হলো এ ইউনিট: বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ, বি ইউনিট: কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ ও ইনস্টিটিউটসহ ও সি ইউনিট: বাণিজ্য অনুষদ। কেন্দ্রীয় ভর্তি কমিটিতে আহ্বায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, সদস্য হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও ৬টি অনুষদের ডীন এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।
এ ইউনিটের সমন্বয়ক লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন, যুগ্ম সমন্বয়ক বিজ্ঞান অনুষদের ডিন এবং অনুষদভুক্ত সকল বিভাগের চেয়ারম্যান সদস্য হিসেবে রয়েছেন। বি ইউনিটের সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, যুগ্ম সমন্বয়ক কলা অনুষদের ডিন ও সি ইউনিটের সমন্বয়কারী হিসেবে রয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন।
জানা যায়, বি ও সি ইউনিটের ভর্তি কমিটি আলাদা আলাদা বৈঠক শেষে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ (৯ কিংবা ১০ তারিখ) ভর্তি পরীক্ষা নেওয়া, আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ, যোগ্যতা এবং আনুষঙ্গিক বিষয়ে প্রস্তাব কেন্দ্রীয় ভর্তি কমিটির কাছে পাঠিয়েছে। এ ইউনিটের ভর্তি কমিটি বৈঠক শেষে প্রস্তাব পাঠাবেন ৷ পরবর্তীতে কেন্দ্রীয় ভর্তি কমিটি একটি বৈঠকে সবকিছু সমন্বয় করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ৷ তবে কবে নাগাদ সেই বৈঠক হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রইছ উদদীন বলেন, ‘আমরা কেন্দ্রীয় কমিটির কাছে পরীক্ষার তারিখ ও আবেদন ফির পরিমাণ কেন্দ্রীয় কমিটির কাছে পেশ করেছি। কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা বলেন, ‘যেহেতু নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে তাই আমরা ২০১৯-২০ সেশনের যেই যোগ্যতা ও সংশ্লিষ্ট মাপকাঠি ছিল সেটি অনুযায়ীই কিছু বিষয় নির্ধারণ করে প্রস্তাবনা পাঠিয়েছি। জুনের দ্বিতীয় সপ্তাহে সি ইউনিটের পরীক্ষার সময় নির্ধারণ করে ইউনিট কমিটি থেকে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।’
লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার বলেন, ‘ইউনিট কমিটির সবাই মিলে বৈঠক করে আমরা সংশ্লিষ্ট বিষয়ে প্রস্তাবনা পেশ করব ৷ কেন্দ্রীয়ভাবে সমন্বয় করেই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ‘ইউনিট কমিটি তাদের সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠাবেন ৷ পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি সেগুলো অনুমোদন করে সবকিছু চূড়ান্ত করবে।’
ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তাঁকেই ঢাকার সাত সরকারি কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেরাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপনের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার (১৮ মে) বিকেলে এ আল্টিমেটাম শেষ হচ্ছে। সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে...
১০ ঘণ্টা আগেমালয়েশিয়ার সরকারি এমটিসিপি বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তিতে অর্থায়ন করবে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১৫ ঘণ্টা আগেচারপাশে শুধুই উচ্ছ্বাস, গর্ব ও আবেগের এক মোহময় মেলবন্ধন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ হাজার ৩০০ একরের সবুজ পাহাড়ঘেরা ক্যাম্পাস যেন পরিণত হয়েছিল আনন্দ-উৎসবে। হাজারো শিক্ষার্থীর পরনে কালো গাউন ও মাথায় টুপি, বুকভরা স্বপ্ন আর চোখে আগামীর প্রত্যাশা।
১৫ ঘণ্টা আগে