Ajker Patrika

মিয়ানমারে প্রথম বাংলাদেশ শিক্ষামেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিয়ানমারে প্রথম বাংলাদেশ শিক্ষামেলা

‘সাধ্যের মধ্যে গুণগত মানের উচ্চশিক্ষা’ স্লোগানে মিয়ানমারে প্রথম বাংলাদেশ শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ইয়াঙ্গুনের স্থানীয় মেলিয়া হোটেলে এই শিক্ষামেলা অনুষ্ঠিত হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ বাংলাদেশের স্বনামধন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এতে মিয়ানমারের বিপুলসংখ্যক উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী বাংলাদেশি বিশ্ববিদ্যালয়সমূহ তাদের প্রতিষ্ঠানে বিদ্যমান কোর্স এবং আনুষঙ্গিক সুবিধাদিসহ অন্যান্য বিষয়সমূহ তুলে ধরে। উপস্থাপনার পরে শিক্ষার্থী ও আগত অতিথিবৃন্দ ভর্তি প্রক্রিয়া ও বিদ্যমান কোর্স সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধিদের কাছে জানতে চান। 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। আমরা ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে পরিণত হওয়ার পথে আছি। এই অভিলক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন দক্ষ জনশক্তি গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনের জন্য বর্তমান সরকার-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেও উচ্চশিক্ষা প্রসারে উৎসাহ প্রদান করছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে স্বল্প খরচে গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান করছে।’ 

রাষ্ট্রদূত আরও বলেন, ‘এই শিক্ষামেলা মিয়ানমারের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত করবে।’ 

রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আগত অংশগ্রহণকারী সকল বিশ্ববিদ্যালয়, মিয়ানমারের উৎসুক শিক্ষার্থী-সুধীজনকে মেলায় সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত