Ajker Patrika

ইউআইইউতে ‘সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স’ উদ্বোধন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ২৮
ইউআইইউতে ‘সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স’ উদ্বোধন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি’ উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধন অনুষ্ঠান আজ শনিবার সকালে ইউআইইউ ক্যাম্পাসে হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য মো. আবুল কাশেম মিয়া। নতুন সেন্টার সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন ইউআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আফজাল আহমেদ। 

প্রধান অতিথি সাবের হোসেন চৌধুরী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বিশ্বকে মুক্তির জন্য আমাদের যেসব জায়গায় গবেষণার প্রয়োজন, সেখানে কাজ করাসহ বিশ্ববিদ্যালয়গুলোকে বেশি বেশি গবেষণায় মনোনিবেশ করতে হবে। এ ছাড়া ইউআইউর এই সেন্টারটি একাডেমিক ও প্রায়োগিক গবেষণায় এই অঞ্চলের জন্য সেন্টার অব এক্সিলেন্সের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য ডেলটা প্ল্যানকে সামনে রেখে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’ 

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গবেষক এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত