Ajker Patrika

এইচএসসি সমমান মর্যাদা পেল ‘হেট’ কোর্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এইচএসসি সমমান মর্যাদা পেল ‘হেট’ কোর্স

হায়ার এডুকেশন টেস্ট (হেট) সার্টিফিকেট কোর্সকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সমমানের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

অফিস আদেশে বলা হয়েছে—জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সম্প্রতি তিন বছর মেয়াদি হেট কোর্সকে সার্টিফিকেট কোর্সের কারিকুলাম এইচএসসি সমতুল্য হিসেবে সম্মতি দিয়েছে। হেট কোর্সের সনদ অর্জনকারী শিক্ষার্থীরা তাদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ফি দিয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে বিধি মোতাবেক সমতুল্য সনদ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 

এ বিষয়ে এনসিটিবি সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত হেট কোর্সটি তিন বছর মেয়াদি এবং পুরো বিষয়টিই প্র্যাকটিক্যাল পড়াশোনা। এ কোর্সের কারিকুলামটি যাচাই-বাছাই করে আমরা কোর্সটিকে এইচএসসি সমমানের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ 

উল্লেখ্য, বিদেশি শিক্ষাক্রমে পরিচালিত ও এবং এ লেভেলের সনদের সঙ্গে জাতীয় শিক্ষাক্রমে পরিচালিত এসএসসি ও এইচএসসির সমমান করার দায়িত্ব পালন করে ঢাকা শিক্ষা বোর্ড। আর বিভিন্ন দেশের উচ্চ শিক্ষার সনদের সঙ্গে দেশীয় সনদের সমতাবিধান করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত