Ajker Patrika

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ

শিক্ষা ডেস্ক
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ

লেখক, সাংবাদিক, উদ্যোক্তা ও সংগঠকদের ৯ মাস মেয়াদি ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের র‌্যাডক্লিফ ইনস্টিটিউট। এই ফেলোশিপ গ্রহণের মধ্য দিয়ে নির্বাচিত প্রার্থীরা তাঁদের ব্যবহারিক দক্ষতা বিকাশের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

সুযোগ-সুবিধা
ফেলোশিপের জন্য নির্বাচিত প্রার্থীদের জে-১ ভিসা দেওয়া হবে। ফেলোদের উপবৃত্তি হিসেবে প্রকল্পের ব্যয় মেটাতে ৭৮ হাজার ৫০০ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ লাখ টাকা) ডলার ব্যয় করবে র‌্যাডক্লিফ ইনস্টিটিউট। নির্বাচিতরা প্রতিষ্ঠানটির অফিস, স্টুডিও স্পেস পাবেন। থাকছে স্বাস্থ্যবিমা ও ডে-কেয়ার সুবিধাও।

আবেদনের যোগ্যতা
মানবিক ও সামাজিক বিজ্ঞানের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হওয়ার কমপক্ষে দুই বছর আগে সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে। স্বনামধন্য জার্নালে বা সম্পাদিত কাজের একটি মনোগ্রাফ বা কমপক্ষে দুটি প্রকাশিত নিবন্ধ থাকতে হবে। এ ছাড়া বিজ্ঞান, প্রকৌশল ও গণিতের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হওয়ার কমপক্ষে দুই বছর আগে সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে, স্বনামধন্য জার্নালে কমপক্ষে পাঁচটি নিবন্ধ প্রকাশিত হতে হবে।

ফেলোশিপের মেয়াদ
ফেলোরা সেপ্টেম্বর ২০২৪-এ ফেলোশিপ প্রোগ্রাম শুরু করে শেষ করবেন ২০২৫ সালের মে মাসে।

আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে ফেলোশিপটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা
আর্টিস্ট ও সাংবাদিকেরা আবেদন করতে পারবেন আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। বিজ্ঞান, গণিত ও ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহীরা আবেদন করতে পারবেন ৩ অক্টোবর পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত