Ajker Patrika

খুবিতে সশরীরে ক্লাস শুরু ৩১ অক্টোবর

খুবি প্রতিনিধি
খুবিতে সশরীরে ক্লাস শুরু ৩১ অক্টোবর

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আগামী ৩১শে অক্টোবর থেকে সশরীরে সকল বর্ষের ২য় টার্মের রিভিউ ক্লাস শুরু হবে। এ ছাড়া খুবির স্নাতক সকল বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের দ্বিতীয় টার্মের চূড়ান্ত পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে। এই পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে ডিনবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সংক্রান্ত একাডেমিক ক্যালেন্ডার চূড়ান্ত করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানান, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দ্বিতীয় টার্মের জরিমানা ছাড়া রেজিস্ট্রেশন ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত এবং জরিমানাসহ রেজিস্ট্রেশন ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। এ ছাড়া রিভিউ ক্লাস চলবে ৩১ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত। 

অপরদিকে আগামী ১৮ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে। এদিন সকাল ৯টা থেকেই মাস্টার্স ও স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। এ ছাড়া ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে প্রবেশ করতে পারবে। তবে হলে ওঠার আগে আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র, টিকা গ্রহণের সনদ অথবা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি স্ব স্ব হলে জমা দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংসদ নির্বাচন: মনোনয়নের সংকেত পেয়ে প্রচারে বিএনপির প্রার্থীরা

নতুন যুগের ১০টি সম্ভাবনাময় পেশা

আজকের রাশিফল: প্রাক্তনের ফেসবুক প্রোফাইল ঘাঁটবেন না, মুরাদ টাকলার সঙ্গে দেখা হবে

ফখরুলের কণ্ঠ নকলের মাধ্যমে অসত্য তথ্য প্রচারের অভিযোগ বিএনপির

সিরাজগঞ্জের শাহজাদপুর: সাঁকো বেয়ে উঠতে হয় চার কোটির সেতুতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ