Ajker Patrika

জাবিতে আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক ওয়েবিনার আগামী ১০ ফেব্রুয়ারি

জাবি প্রতিনিধি
Thumbnail image

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘আত্মহত্যা প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র। আগামী বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ঘণ্টাব্যাপী এই ওয়েবিনার অনুষ্ঠিত হবে। 

গতকাল শনিবার শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে ‘আত্মহত্যা প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ওয়েবিনারে অংশগ্রহণ করতে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিবন্ধন করতে হবে।’ 

বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় শিক্ষার্থী উপদেষ্টাদের ওয়েবিনারে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। 

এ বিষয়ে অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে আমরা মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কাউন্সেলিং প্রোগ্রাম করেছি। যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের অনেকেই মানসিক অবসাদ ও হতাশার জটিল অবস্থা থেকে ফিরে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যেও জাহাঙ্গীরনগর মানসিক স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করতে পারছে। মহামারিতে আমাদের প্রত্যেকেরই মানসিক স্বাস্থ্য নিয়ে অধিক সচেতন হওয়া উচিত। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার বিষয়টি অধিক আলোচিত। তাই জরুরি পদক্ষেপের অংশ হিসেবে অনলাইনেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।’ 

অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম আরও বলেন, ‘এই ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ও কাউন্সেলিং অফিসারগণ আলোচনা রাখবেন।’ 

নিবন্ধনের জন্য এই লিংকে ক্লিক করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত