Ajker Patrika

সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিংয়ে দেশ সেরা বশেমুরকৃবি

গাজীপুর প্রতিনিধি
সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিংয়ে দেশ সেরা বশেমুরকৃবি

বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আবারও প্রথম স্থান অর্জন করেছে। আন্তর্জাতিক মানদণ্ডে এগ্রিকালচার, বায়োলজিক্যাল সায়েন্স ও গবেষণার সূচকে সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিংয়ে প্রথম স্থান লাভ করে প্রতিষ্ঠানটি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করলো এই বিশ্ববিদ্যালয়।

রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ এপ্রিল স্পেনের সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিং-২০২২ সালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ১২৬টি বিশ্ববিদ্যালয় নিয়ে সিমাগো ইনস্টিটিউশন ওই জরিপ পরিচালনা করে।

প্রথম স্থান অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা, আন্তর্জাতিকমানের গবেষণা এবং এ স্বীকৃতি অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমে সকলের নিরলস প্রচেষ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে কৃষিবান্ধব সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং অন্যান্য সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত