Ajker Patrika

আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

শিক্ষা ডেস্ক
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৮: ৪৯
Thumbnail image

সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয় দেশটির অন্যতম একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। বিদেশি শিক্ষার্থীদের জন্য এ বিশ্ববিদ্যালয় বৃত্তি দিচ্ছে। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর, পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৫ সালের জন্য এ বৃত্তি দেবে বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ১৯৭৬ সালের ৭ জুলাই দেশটির তৎকালীন প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল–নাহিয়ানের শাসনামলে সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়টি আল আইন শহরে অবস্থিত। 

সুযোগ-সুবিধা
বিশ্ববিদ্যালয়টির এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। দেওয়া হবে মাসিক উপবৃত্তি। আছে প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যবিমার ব্যবস্থা। এ ছাড়া অতিরিক্ত বোনাস হিসেবে সুপারভাইজারের বাহ্যিক গবেষণা প্রকল্প থেকে ৩ হাজার দিরহাম (৯৭ হাজার ৬৭৩ টাকা) অথবা অভ্যন্তরীণ প্রকল্প থেকে ২ হাজার দিরহাম (৬৫ হাজার ১১৫ টাকা) দেওয়া হবে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ
ব্যবসায়িক বিশ্লেষণে মাস্টার্স, ব্যবসায় প্রশাসনে ডক্টরেট, মাস্টার্স অব প্রফেশনাল অ্যাকাউন্টিং। আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তরসহ আরও অন্তত ৫০টিরও বেশি কোর্সে ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা
সব দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকের ফলাফলে ৪ সিজিপিএর মধ্যে ন্যূনতম ৩ থাকতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষার প্রয়োজনীয় দক্ষতাসহ আরও কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য
আন্তর্জাতিক শিক্ষার্থীর পাসপোর্টের অনুলিপি, বৈধ ভিসা এবং সংযুক্ত আরব আমিরাতের পরিচয়পত্র, সব কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল সার্টিফিকেটের অনুলিপি, ইংরেজি ভাষা দক্ষতা সনদ, আপডেট করা সিভি ও কর্মদক্ষতার সনদ থাকতে হবে।

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা স্নাতকোত্তরের এ বৃত্তির জন্য বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের https://uaeu.ac.ae/ar/ এ লিংকে  গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ
১৫ নভেম্বর, ২০২৪

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত