Ajker Patrika

ইউরোপে উচ্চশিক্ষা: ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ ২০২৩

সাদিয়া আফরিন হিরা
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১১: ৩৮
ইউরোপে উচ্চশিক্ষা: ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ ২০২৩

ইউরোপ ব্যয়বহুল হলেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে পড়াশোনার জন্য ইউরোপীয় ইউনিয়ন ইরাসমুস মুন্ডুস স্কলারশিপের আয়োজন করে থাকে। ইউরোপীয় ইউনিয়ন এবং বাকি বিশ্বের মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতার মাধ্যমে উচ্চশিক্ষার মান বাড়ানোই ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ প্রোগ্রামের মূল লক্ষ্য।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ হলো ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে অধ্যয়নের জন্য একটি প্রোগ্রাম। আগে জয়েন্ট পিএইচডি প্রোগ্রামটি থাকলেও বর্তমানে তা নেই। এর বদলে জয়েন্ট মাস্টার্স যেখানে আপনি প্রথম বর্ষে একটি দেশে এবং দ্বিতীয় বর্ষে অন্য আরেকটি দেশে ভিন্ন বিষয়ের ওপর পড়াশোনা করার সুযোগ পাবেন। দুটি দেশ থেকে আলাদা মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে। এটি ইউরোপের বৃহত্তম ও মর্যাদাপূর্ণ একটি স্কলারশিপ প্রোগ্রাম। প্রতিবছর প্রায় ৩ হাজার জনকে এই স্কলারশিপ দেওয়া হয়। ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ প্রোগ্রামকে ইউরোপের ফুলব্রাইট স্কলারশিপ প্রোগ্রামও বলা হয়ে থাকে। ইউরোপের ৩৪টি দেশ এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত। ইউরোপ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে পার্টনারশিপে অনেক প্রোগ্রাম পরিচালনা করা হয়। এই প্রোগ্রামের মাধ্যমে আপনি ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। 

আবেদনের যোগ্যতা

  • যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
  • মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন
  • আবেদনকারীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে
  • আবেদনের জন্য কোনো নির্দিষ্ট জিপিএ নেই। যে কেউ আবেদন করতে পারবেন
  • স্নাতকের ফলাফল অপেক্ষাকারী আবেদন করতে পারবেন
  • যেকোনো বয়সের শিক্ষার্থী আবেদন করতে পারবেন 
  • জিআরই অথবা জিম্যাট প্রয়োজন নেই
  • আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ থাকতে হবে
  • কাজের অভিজ্ঞতা লাগবে না

সুযোগ-সুবিধা

  • টিউশন ফি
  • মাসিক ১১০০-১২০০ ইউরো হাতখরচ
  • ভ্রমণ ভাতা
  • স্বাস্থ্য ভাতা
  • আন্তর্জাতিক এয়ার টিকিট খরচ
  • সেমিস্টার শেষে অন্য দেশে যাওয়ার খরচ
  • পড়াশোনা শেষে ইউরোপের বিভিন্ন দেশে কাজের জন্য জব ভিসা প্রদান
  • পড়াশোনা শেষে নিজের দেশে ফিরে যাওয়ার কোনো চাপ নেই 

প্রয়োজনীয় কাগজপত্র

  • সিভি, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট
  • জাতীয় পরিচয়পত্র
  • অ্যাপ্লিকেশন ফরম
  • ইংরেজি ভাষায় দক্ষতার সার্টিফিকেট
  • দুটো রেকমেন্ডেশন লেটার
  • স্টাডি কিংবা রিসার্চ প্ল্যান
  • লেটার অব মোটিভেশন
  • স্টেটমেন্ট অব রিসার্চ
  • স্টেটমেন্ট অব ফিন্যান্সিয়াল অ্যাসেট
  • রেসিডেন্সি সার্টিফিকেট 

আবেদনের পদ্ধতি

  • অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ইরাসমুস মুন্ডুস ক্যাটালগের তালিকা থাকবে।
  • প্রোগ্রাম লিস্টে প্রতিটি প্রোগ্রামের নাম ও প্রজেক্ট লোকেশন দেওয়া থাকবে।
  • নিজের পছন্দমতো প্রোগ্রাম সিলেক্ট করতে হবে

আবেদন শেষ: মার্চ, ২০২৩

অফিশিয়াল ওয়েবসাইট

অনুবাদ: সাদিয়া আফরিন হিরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত