Ajker Patrika

ইবির দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ

ইবি প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ১৬: ৫০
ইবির দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ও খালেদা জিয়া হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার থেকেই তাঁরা যোগদান করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান। আগামী এক বছরের জন্য তাঁরা হল দুটিতে দায়িত্ব পালন করবেন।

জানা যায়, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হোসেনের মেয়াদ শেষ হওয়ায় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মণ্ডলের মেয়াদ শেষ হওয়ায় বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীকে নিয়োগ দেওয়া হয়।

অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাঁরা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া তাঁদের ক্যাম্পাসে বসবাসের জন্য বলা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত নতুন প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘আমাকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যেন সঠিকভাবে পালন করতে পারি, সে জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

নতুন প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, ‘হলের ছাত্রীরা যাতে ভালো থাকে, সে জন্য আমি তাঁদের পূর্ণ সহযোগিতা কাজ করব। আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা সুচারুভাবে পালনের চেষ্টা করব। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত