সাক্ষাৎকার /‘আগের চেয়ে আমি এখন অনেক পরিপূর্ণ’
প্রশ্ন: কাছেই চলে গিয়েছিলেন, অল্পের জন্য ১ হাজার রান হয়নি। আফসোস হচ্ছে?
মোহাম্মদ নাঈম: খেলেছি দলের প্রয়োজনে, দলের যেটা দরকার ছিল, সেটার জন্য খেলেছি, ওটার জন্যই চেষ্টা করেছি। এটা নিয়ে আক্ষেপ নেই। যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ, খুশি।