Ajker Patrika

বব ডিলানের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৬: ৪৪
Thumbnail image

বিখ্যাত গায়ক ও গীতিকার বব ডিলানের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। ১৯৬৫ সালে যখন তাঁর বয়স ছিল ১২ বছর, তখন বব ডিলান তাঁকে একাধিকবার যৌন নিপীড়ন করেছিলেন বলে অভিযোগ করেছেন ওই নারী। 

মামলার অভিযোগে ওই নারী বলেছেন, বব ডিলান তাঁর তারকা খ্যাতির অপব্যবহার করে তাঁকে ব্যবহার করেছেন। তাঁকে অ্যালকোহল ও অন্যান্য মাদক সেবন করিয়েছেন এবং একাধিকবার যৌন নিপীড়ন করেছেন। মারধর করারও হুমকি দিয়েছেন তিনি। 

নিউইয়র্কের চেলসি হোটেলে ডিলানের অ্যাপার্টমেন্টেই এসব ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ওই নারী। 

এ ব্যাপারে বব ডিলানের মুখপাত্র বিবিসিকে বলেছেন, এসব অভিযোগ সব অসত্য এবং তিনি দৃঢ়ভাবেই এসব অভিযোগের বিরুদ্ধে তাঁর অবস্থান প্রমাণ করবেন। 

নোবেল জয়ী গীতিকার বব ডিলানের বর্তমান বয়স ৮০ বছর। শারীরিক আক্রমণ, অবরুদ্ধ করে রাখা এবং আবেগজনিত অবসাদ সৃষ্টিতে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। 

অভিযোগকারী নারীর বয়স এখন ৬৮ বছর। থাকেন কানেকটিকাট অঙ্গরাজ্যে। নিউইয়র্ক সুপ্রিম কোর্টে গত শুক্রবার অভিযোগ দিয়েছেন ওই নারী। শিশু নির্যাতন আইনে তিনি মামলাটি করেছেন। 

বব ডিলান– প্রকৃত নাম রবার্ট অ্যালেন জিমারম্যান। ছয় দশকের ক্যারিয়ারে তাঁর অ্যালবাম বিক্রি হয়েছে ১২ কোটি ৫০ লাখের বেশি। তাঁর বিখ্যাত গানগুলোর মধ্যে ‘ব্লোন ইন দ্য উইন্ড’ এবং ‘দ্য টাইমস দে আর অ্যা চ্যাঞ্জিং’ অন্যতম। 

২০১৬ সালে গ্র্যামি এবং অস্কার জেতেন ডিলান। একই বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কারের ইতিহাসে কোনো গীতিকারের এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পাওয়ার ঘটনা এটাই প্রথম। ২০১২ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে প্রেসিডেনসিয়াল মেডেলে ভূষিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত