Ajker Patrika

পুলিশের পরিচয়ে ছিনতাই ৩ জন ভুয়া ডিবি পুলিশ আটক

প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৯: ০৬
পুলিশের পরিচয়ে ছিনতাই ৩ জন ভুয়া ডিবি পুলিশ আটক

হবিগঞ্জের মাধবপুরে তিনজন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার মনতলা রেলক্রসিং থেকে তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হল শরীয়তপুর জেলার ফালং থানার পূর্ব পাশাবু গ্রামের মৃত আব্দুল সামাদ মাস্টারের ছেলে মো. জহির মিয়া (৪৫)। চাঁদপুর জেলার মদনা গ্রামের মৃত মিনাগাজীর ছেলে মিন্টু মিয়া (৪০)। মাদারীপুর জেলার কালকিনি থানার রামাজুল গ্রামের মৃত জয়নাল মৃধার ছেলে মো. মিজান (২৬)। আজ দুপুরে মনতলা রেল ক্রসিংয়ে ট্রেন পারাপারের সময় মনতলা ফাঁড়ি পুলিশ তাঁদের আটক করে। 

মাধবপুর থানা-পুলিশ জানায়, জহির মিয়া পুলিশে চাকরি করতেন। বিভিন্ন অপরাধের কারণে কনস্টেবল থেকে তাঁকে অব্যাহত দেওয়া হয়। এরপর থেকে সে কয়েকজন ব্যক্তি নিয়ে একটি অপরাধ চক্র তৈরি করে। নিজেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে নানা স্থানে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি, ছিনতাই করে আসছে। 

পুলিশ জানায় এ চক্রের তিন সদস্যের কাছ থেকে নগদ ২ লাখ ২ হাজার ৬০০ নগদ টাকা, একটি ওয়াকিটকি সেট, দুই সেট পুলিশের পোশাক, একটি প্রাইভেট কার ও একটি হ্যান্ড কাপ উদ্ধার করা হয়। 
 
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিজয়নগর উপজেলার রামপুর গ্রামের কাজী রফিকের ছেলে কাজী রাসেল আহমেদ সোমবার দুপুরে মাধবপুর পুবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে কাজী রাসেল আহমেদকে লোকাল বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে মনতলা রেলক্রসিংয়ে ব্যারিকেড দিয়ে তাঁদের আটক করে। 

পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম চৌধুরী জানান, এ চক্রের আটক বরখাস্ত জহির মিয়া নামে একজন পুলিশ সদস্য রয়েছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের থেকে টাকা ছিনতাইয়ে যুক্ত ছিল। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন আটককৃতদের থানা হাজতে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত