Ajker Patrika

সাইবার জগতের ঝুঁকি না জেনে ব্যবহার ঠিক না: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৫: ৩৪
সাইবার জগতের ঝুঁকি না জেনে ব্যবহার ঠিক না: আইজিপি

সোশ্যাল মিডিয়া ব্যবহারের ঝুঁকি ও নিরাপত্তা সম্পর্কে না জেনে সোশ্যাল মিডিয়ার অপরিচিত দুনিয়ায় ঝাঁপিয়ে পড়বেন না। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এ সতর্কতা উচ্চারণ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর গুলিস্তান পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে 'পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন' সার্ভিসের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। 

আইজিপি বলেন, সাইবার জগতে বিচরণের আগে প্রত্যেককে মাথায় রাখতে হবে, এর ব্যবহারে আপনার জন্য কোনো ঝুঁকি আছে কিনা। এটা এমন একটি জগৎ, যেখানে ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও একবার প্রকাশ পেলে তা মুহূর্তে কোটি কোটি মানুষের কবজায় চলে যায়। সাইবার অপরাধের শিকার হলে একটি পরিবারের কি অবস্থা হয় তা পরিবারই ভালো বোঝে। বর্তমানে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি সবাই সোশ্যাল মিডিয়ায় ভিকটিম হয়ে যাচ্ছে। 

এর আগে ২০২০ সালের ১৬ নভেম্বর পুলিশের বর্তমান মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ 'পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন' শাখাটি চালু করেন। তিনি বলেন, শাখাটি উদ্বোধনের এক বছরে ১৭ হাজার ভুক্তভোগী অভিযোগ করেছেন। যা প্রতিমাসে গড়ে দেড় হাজার। 

পুলিশের মহাপরিদর্শক বলেন, এমন অভিযোগের পরে আসামি গ্রেপ্তার করলে ভুক্তভোগীরা আর মামলা করতে চায় না। তখন বিপাকে পড়ে পুলিশ। মামলা না করার একটি কারণ আছে, মামলা করলে সামাজিকভাবে পরিবারটি হেনস্তার শিকার হওয়ার কথা চিন্তা করে আর এগিয়ে আসে না। 

শাখাটিতে শুধু নারীদের বিরুদ্ধে সংঘটিত সাইবার অপরাধ দমনে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের সদর দপ্তর থেকে পরিচালিত এই ফেসবুক পেইজে নারীরা সম্পূর্ণ নিশ্চিন্তে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। 

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি, ডিআইজি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন শাখার অফিসার অতিরিক্ত পুলিশ সুপার খালেদা ও সেবাগ্রহীতাগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া সারা দেশ থেকে বাংলাদেশ পুলিশের সকল ইউনিট ভার্চুয়ালি যুক্ত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: বদলি–পদায়নে অস্থিরতা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত