নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সোশ্যাল মিডিয়া ব্যবহারের ঝুঁকি ও নিরাপত্তা সম্পর্কে না জেনে সোশ্যাল মিডিয়ার অপরিচিত দুনিয়ায় ঝাঁপিয়ে পড়বেন না। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এ সতর্কতা উচ্চারণ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর গুলিস্তান পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে 'পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন' সার্ভিসের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।
আইজিপি বলেন, সাইবার জগতে বিচরণের আগে প্রত্যেককে মাথায় রাখতে হবে, এর ব্যবহারে আপনার জন্য কোনো ঝুঁকি আছে কিনা। এটা এমন একটি জগৎ, যেখানে ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও একবার প্রকাশ পেলে তা মুহূর্তে কোটি কোটি মানুষের কবজায় চলে যায়। সাইবার অপরাধের শিকার হলে একটি পরিবারের কি অবস্থা হয় তা পরিবারই ভালো বোঝে। বর্তমানে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি সবাই সোশ্যাল মিডিয়ায় ভিকটিম হয়ে যাচ্ছে।
এর আগে ২০২০ সালের ১৬ নভেম্বর পুলিশের বর্তমান মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ 'পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন' শাখাটি চালু করেন। তিনি বলেন, শাখাটি উদ্বোধনের এক বছরে ১৭ হাজার ভুক্তভোগী অভিযোগ করেছেন। যা প্রতিমাসে গড়ে দেড় হাজার।
পুলিশের মহাপরিদর্শক বলেন, এমন অভিযোগের পরে আসামি গ্রেপ্তার করলে ভুক্তভোগীরা আর মামলা করতে চায় না। তখন বিপাকে পড়ে পুলিশ। মামলা না করার একটি কারণ আছে, মামলা করলে সামাজিকভাবে পরিবারটি হেনস্তার শিকার হওয়ার কথা চিন্তা করে আর এগিয়ে আসে না।
শাখাটিতে শুধু নারীদের বিরুদ্ধে সংঘটিত সাইবার অপরাধ দমনে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের সদর দপ্তর থেকে পরিচালিত এই ফেসবুক পেইজে নারীরা সম্পূর্ণ নিশ্চিন্তে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি, ডিআইজি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন শাখার অফিসার অতিরিক্ত পুলিশ সুপার খালেদা ও সেবাগ্রহীতাগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া সারা দেশ থেকে বাংলাদেশ পুলিশের সকল ইউনিট ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সোশ্যাল মিডিয়া ব্যবহারের ঝুঁকি ও নিরাপত্তা সম্পর্কে না জেনে সোশ্যাল মিডিয়ার অপরিচিত দুনিয়ায় ঝাঁপিয়ে পড়বেন না। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এ সতর্কতা উচ্চারণ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর গুলিস্তান পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে 'পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন' সার্ভিসের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।
আইজিপি বলেন, সাইবার জগতে বিচরণের আগে প্রত্যেককে মাথায় রাখতে হবে, এর ব্যবহারে আপনার জন্য কোনো ঝুঁকি আছে কিনা। এটা এমন একটি জগৎ, যেখানে ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও একবার প্রকাশ পেলে তা মুহূর্তে কোটি কোটি মানুষের কবজায় চলে যায়। সাইবার অপরাধের শিকার হলে একটি পরিবারের কি অবস্থা হয় তা পরিবারই ভালো বোঝে। বর্তমানে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি সবাই সোশ্যাল মিডিয়ায় ভিকটিম হয়ে যাচ্ছে।
এর আগে ২০২০ সালের ১৬ নভেম্বর পুলিশের বর্তমান মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ 'পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন' শাখাটি চালু করেন। তিনি বলেন, শাখাটি উদ্বোধনের এক বছরে ১৭ হাজার ভুক্তভোগী অভিযোগ করেছেন। যা প্রতিমাসে গড়ে দেড় হাজার।
পুলিশের মহাপরিদর্শক বলেন, এমন অভিযোগের পরে আসামি গ্রেপ্তার করলে ভুক্তভোগীরা আর মামলা করতে চায় না। তখন বিপাকে পড়ে পুলিশ। মামলা না করার একটি কারণ আছে, মামলা করলে সামাজিকভাবে পরিবারটি হেনস্তার শিকার হওয়ার কথা চিন্তা করে আর এগিয়ে আসে না।
শাখাটিতে শুধু নারীদের বিরুদ্ধে সংঘটিত সাইবার অপরাধ দমনে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের সদর দপ্তর থেকে পরিচালিত এই ফেসবুক পেইজে নারীরা সম্পূর্ণ নিশ্চিন্তে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি, ডিআইজি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন শাখার অফিসার অতিরিক্ত পুলিশ সুপার খালেদা ও সেবাগ্রহীতাগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া সারা দেশ থেকে বাংলাদেশ পুলিশের সকল ইউনিট ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
৬ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
২৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫