Ajker Patrika

বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ করে পরে স্বীকার করলেন ইউপি সদস্য

প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ) 
আপডেট : ১১ জুলাই ২০২১, ১৯: ৪৭
বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ করে পরে স্বীকার করলেন ইউপি সদস্য

সিরাজগঞ্জের তাড়াশে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন এক ইউপি মেম্বার। এ ঘটনায় ইউপি সদস্য ইলিয়াস আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই ব্যক্তির ছেলে চিনি বাদ্যকার। এতে বিনসাড়া এজেন্ট ব্যাংক এশিয়ার শাখা কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি। অবশ্য পরে মেম্বার অপরাধ স্বীকার করে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামে। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের মৃত অনিল চন্দ্র বাদ্যোরের স্ত্রী ফুল কুমারীর নামে বয়স্ক ভাতার কার্ড ছিল। তিনি ভাতা ভোগ করা অবস্থায় প্রায় এক বছর আগে মারা যান। সেই কার্ডের নমিনী ছিলেন সন্তান চিনি বাদ্যকার। ব্যাংকে তাঁর মায়ের নামে জমাকৃত টাকা উত্তোলন করতে স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস আলী ভুইয়ার সহায়তা চান তিনি। ইলিয়াস আলী ব্যাংক কর্মকর্তার সঙ্গে যোগসাজশে নমিনীর টিপসই নিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে ওই টাকা উত্তোলন করেন। ব্যাংক এশিয়া বিনসাড়া এজেন্ট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চিনি বাদ্যকারকে জানিয়ে দেন, ব্যাংকে তাঁর মায়ের নামে কোনো টাকা নেই। 

চিনি বাদ্যকর বলেন, গত বছরের জুলাইয়ে মা মারা গেলে আমি মায়ের নামে ব্যাংকে জমাকৃত ৪ হাজার ৫০০ টাকা তুলতে ইউপি মেম্বর ইলিয়াস আলীর কাছ বারবার ধরনা দেই। এক সময় ইলিয়াস আলী আমার কাছ থেকে ভাতার বই নিয়ে নেয়। পরে ব্যাংক এশিয়া বিনসাড়া এজেন্ট শাখায় গেলে আমার টিপ সই নিয়ে বলে বইয়ে কোনো টাকা নেই। পরে বারুহাস ইউনিয়ন পরিষদে গিয়ে জানতে পারি, টাকাগুলো ইউপি সদস্য ইলিয়াস আলী তাঁর মোবাইল নম্বর দিয়ে ব্যাংক থেকে তুলে নিয়েছেন। ইলিয়াসকে টাকা ফেরত দিতে বললে তিনি দেন না। অবশেষে আমি ইউনিয়ন চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেই। 

ইউপি সদস্য ইলিয়াস আলী অবশ্য বিষয়টি স্বীকার করেছেন। তিনি অপরাধ স্বীকার করে বলেন, ওই মৃত ব্যক্তির টাকা তুলে নেওয়া অমার ভুলই হয়েছে। আমি চেয়ারম্যানের কাছে ওই টাকাগুলো ফেরত দেব। 

বারুহাস ইউপি চেয়ারম্যান মো. মোক্তার হোসেন মুক্তা বলেন, আমার কাছে ফুল কুমারীর ছেলে ভুক্তভোগী চিনি বাদ্যকার এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। ব্যাংক কর্মকর্তাও টাকা তুলে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

বিনসাড়া এজেন্ট শাখার ব্যাংক এশিয়ার কর্মকর্তা মো. মবিন উদ্দিনও স্বীকার করেন, ফুল কুমারীর ভাতার টাকা স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস আলী তথ্য গোপন করে উত্তোলন করেছেন।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলার ইউএনও মো. মেজবাউল করিম বলেন, অভিযোগের বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত