প্রতিনিধি, নাটোর
নাটোরে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সিআইডি কর্মকর্তার স্ত্রী সুমি বেগমকে (৩৮) গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে তোলা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক এএফএম গোলজার রহমান জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত সুমি বেগম ঢাকায় কর্মরত সিআইডি পুলিশের উপপরিদর্শক খন্দকার আতিকুর রহমানের স্ত্রী/। নির্যাতনের শিকার ওই গৃহকর্মীর নাম শ্যামলী খাতুন (১২)। সে নাটোর সদর উপজেলার পাইকেরদল গ্রামের মঞ্জিল হোসেনের মেয়ে।
শ্যামলীর প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে সুমি বেগম শ্যামলীর বাবা-মাকে দেখাতে তাঁকে নিয়ে পাইকেরদোল গ্রামে যায়। এ সময় শ্যামলীর শরীরের আঘাতের চিহ্ন দেখে আত্মীয়স্বজনরা জিজ্ঞাসা করলে সে টানা তিন বছর ধরে চলা নির্যাতনের কথা তুলে ধরেন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশ কর্মকর্তার স্ত্রী সুমি বেগম এবং শাশুড়ি দিলারা বেগমকে আটকে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় গতকাল রাতেই নাটোর থানায় সুমি বেগমের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শ্যামলীর মা নার্গিস বেগম।
নির্যাতনের শিকার ওই শিশুর পরিবারের লোকজন বলেন, অভাবের তাড়নায় দরিদ্র বাবা-মা শ্যামলীকে মাসিক ১ হাজার ২০০ টাকা বেতনে তিন বছর আগে ওই কর্মকর্তার বাড়িতে গৃহকর্মীর কাজে পাঠিয়ে দেন। এরপর থেকে শ্যামলীকে আর তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। প্রথম ৮ মাস নিয়মিত বেতন পাঠিয়ে দিলেও পরে আর বেতনও দেননি। কাজে যোগ দেওয়ার এক মাস পর থেকেই নানা বিষয় নিয়ে গৃহকর্ত্রী সুমি শ্যামলীকে বকাঝকা ও নির্যাতন শুরু করেন। একপর্যায়ে তার শরীরে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা এবং প্লাস দিয়ে শরীরের বিভিন্ন স্থানের চামড়া তুলে ফেলে। এতে তার মাথা ও হাত-পায়ের আঙুলসহ পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।
শিশু শ্যামলী কাঁদতে কাঁদতে বলে, কাজে একটু ভুল করলেই আমাকে প্রচুর মারধর করা হতো। জোরে কান্না করলে আরও বেশি মারত। তবে গৃহকর্তা আমাকে মা বলে ডাকত। নিজের মেয়ের মতো আদর করত। আমাকে মারপিট করলে স্ত্রীকে বকাঝকা করতেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. তারেক জুবায়ের বলেন, পুলিশের একটি টিম মেয়েটিকে উদ্ধার করেছে। একই সঙ্গে নির্যাতনের অভিযোগে সুমি বেগমকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নাটোরে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সিআইডি কর্মকর্তার স্ত্রী সুমি বেগমকে (৩৮) গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে তোলা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক এএফএম গোলজার রহমান জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত সুমি বেগম ঢাকায় কর্মরত সিআইডি পুলিশের উপপরিদর্শক খন্দকার আতিকুর রহমানের স্ত্রী/। নির্যাতনের শিকার ওই গৃহকর্মীর নাম শ্যামলী খাতুন (১২)। সে নাটোর সদর উপজেলার পাইকেরদল গ্রামের মঞ্জিল হোসেনের মেয়ে।
শ্যামলীর প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে সুমি বেগম শ্যামলীর বাবা-মাকে দেখাতে তাঁকে নিয়ে পাইকেরদোল গ্রামে যায়। এ সময় শ্যামলীর শরীরের আঘাতের চিহ্ন দেখে আত্মীয়স্বজনরা জিজ্ঞাসা করলে সে টানা তিন বছর ধরে চলা নির্যাতনের কথা তুলে ধরেন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশ কর্মকর্তার স্ত্রী সুমি বেগম এবং শাশুড়ি দিলারা বেগমকে আটকে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় গতকাল রাতেই নাটোর থানায় সুমি বেগমের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শ্যামলীর মা নার্গিস বেগম।
নির্যাতনের শিকার ওই শিশুর পরিবারের লোকজন বলেন, অভাবের তাড়নায় দরিদ্র বাবা-মা শ্যামলীকে মাসিক ১ হাজার ২০০ টাকা বেতনে তিন বছর আগে ওই কর্মকর্তার বাড়িতে গৃহকর্মীর কাজে পাঠিয়ে দেন। এরপর থেকে শ্যামলীকে আর তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। প্রথম ৮ মাস নিয়মিত বেতন পাঠিয়ে দিলেও পরে আর বেতনও দেননি। কাজে যোগ দেওয়ার এক মাস পর থেকেই নানা বিষয় নিয়ে গৃহকর্ত্রী সুমি শ্যামলীকে বকাঝকা ও নির্যাতন শুরু করেন। একপর্যায়ে তার শরীরে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা এবং প্লাস দিয়ে শরীরের বিভিন্ন স্থানের চামড়া তুলে ফেলে। এতে তার মাথা ও হাত-পায়ের আঙুলসহ পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।
শিশু শ্যামলী কাঁদতে কাঁদতে বলে, কাজে একটু ভুল করলেই আমাকে প্রচুর মারধর করা হতো। জোরে কান্না করলে আরও বেশি মারত। তবে গৃহকর্তা আমাকে মা বলে ডাকত। নিজের মেয়ের মতো আদর করত। আমাকে মারপিট করলে স্ত্রীকে বকাঝকা করতেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. তারেক জুবায়ের বলেন, পুলিশের একটি টিম মেয়েটিকে উদ্ধার করেছে। একই সঙ্গে নির্যাতনের অভিযোগে সুমি বেগমকে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫