Ajker Patrika

পুকুরে পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে পাহারাদারের মৃত্যু, গ্রেপ্তার ২ 

প্রতিনিধি, তানোর (রাজশাহী) 
আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৯: ০৫
পুকুরে পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে পাহারাদারের মৃত্যু,  গ্রেপ্তার ২ 

রাজশাহী তানোর উপজেলায় চিনাশো গ্রামে মাছ চুরি ঠেকাতে পুকুরে পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মুস্তাকিম ইসলাম (৩৬) নামের এক পাহারাদারের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত মুস্তাকিন উপজেলার মুন্ডুমালা পৌরসভার চিনাশো এলাকার আসাদ আলীর ছেলে। 

আজ সোমবার সকালে তানোর থানা থেকে মুস্তাকিনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেন। এ ঘটনায় নিহতের পিতা আসাদ আলীর দায়ের করা মামলায় রাতেই চিনাশো গ্রামের পুকুর মালিক মৃত তমিজ উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪০) ও তার চাচাতো ভাই মৃত সামসুদ্দিনের ছেলে ওয়ালিউদ্দিন ওরফে বাচ্চুকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পুকুরের মাছ চুরি ঠেকাতে গোপনে পুকুরের পানিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেন পুকুর মালিক জিয়া। পাশের গভীর নলকূপ (ডিপ) থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেন বাচ্চু। আর মুস্তাকিম ওই পুকুরের পাহারাদার হিসেবে কাজ করতেন। রোববার রাতে ওই পুকুরে তাঁদের মাছ ধরার কথা ছিল। তাই মালিকের কথায় মুস্তাকিন সন্ধ্যার দিকে পুকুরে ফেলে রাখা বিভিন্ন আগাছা-বাঁশ পরিষ্কার করতে পানিতে নামেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবার দায়ের করা মামলায় জিয়া ও বাচ্চু নামের স্থানীয় দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত