বগুড়া প্রতিনিধি
এসএসসি ও সমমান পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গতকাল রোববার রাতে ধুনট উপজেলার জোড়াখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে তাঁদের নামে ধুনট থানায় পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার জোড়াখালী গ্রামের সালমান (২০), রাইসুল ইসলাম (২০) আহসান হাবিব (২০) ও আব্দুল মমিন (২০)। তাঁরা কলেজছাত্র।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ফেসবুকে ‘JSC/ssc All Questions out’ নামে পেজ খুলে আগের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ছবির কাটা অংশ পোস্ট করে। যারা প্রশ্নপত্র ও উত্তরপত্র নিতে আগ্রহী, তাদের উল্লেখিত পেজে ম্যাসেজ করে যোগাযোগ করতে বলে। পরে আগ্রহীদের Whatsapp-এ যুক্ত করে তাঁদের সঙ্গে কথা বলে দুটি ভিন্ন বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে।
গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানায়, তারা ইন্টারনেটের মাধ্যমে আগের কয়েক বছরের প্রশ্নপত্র সংগ্রহ করে। এরপর এডিট করে বর্তমান সময়ের প্রশ্ন বানিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তাদের হেফাজত থেকে একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে এ পর্যন্ত কতজনের কাছ থেকে কী পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। সংবাদ সম্মেলনে এ ধরনের প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
এসএসসি ও সমমান পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গতকাল রোববার রাতে ধুনট উপজেলার জোড়াখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে তাঁদের নামে ধুনট থানায় পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার জোড়াখালী গ্রামের সালমান (২০), রাইসুল ইসলাম (২০) আহসান হাবিব (২০) ও আব্দুল মমিন (২০)। তাঁরা কলেজছাত্র।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ফেসবুকে ‘JSC/ssc All Questions out’ নামে পেজ খুলে আগের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ছবির কাটা অংশ পোস্ট করে। যারা প্রশ্নপত্র ও উত্তরপত্র নিতে আগ্রহী, তাদের উল্লেখিত পেজে ম্যাসেজ করে যোগাযোগ করতে বলে। পরে আগ্রহীদের Whatsapp-এ যুক্ত করে তাঁদের সঙ্গে কথা বলে দুটি ভিন্ন বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে।
গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানায়, তারা ইন্টারনেটের মাধ্যমে আগের কয়েক বছরের প্রশ্নপত্র সংগ্রহ করে। এরপর এডিট করে বর্তমান সময়ের প্রশ্ন বানিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তাদের হেফাজত থেকে একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে এ পর্যন্ত কতজনের কাছ থেকে কী পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। সংবাদ সম্মেলনে এ ধরনের প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৯ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২০ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২১ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫