Ajker Patrika

শাজাহানপুরে সরকারি তার চুরির সময় হাতেনাতে গ্রেপ্তার ৩

প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)
শাজাহানপুরে সরকারি তার চুরির সময় হাতেনাতে গ্রেপ্তার ৩

ভূগর্ভস্থ মূল্যবান সরকারি ২০০ / ০.৯ পি. ঈ টেলিফোন তার চুরির সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টায় সাজাপুর রাধারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সাজাপুর দরজিপাড়া গ্রামের জব্বারের ছেলে সুলতান (৩৫)। সুজাবাদ পশ্চিমপাড়া গ্রামের গফুরের ছেলে আনোয়ার (৩২) এবং সাজাপুর পশ্চিমপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে হান্নান (৩২)। 

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কিছুদিন ধরে এ তার চুরি করে আসছিল সংঘবদ্ধ একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে চুরির মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

পরিচয় গোপন রাখার শর্তে মাঝিড়া এবং সাজাপুর এলাকায় মহাসড়কের ধারের স্থানীয় ব্যবসায়ীরা জানান, একটি চোর চক্র অনেক দিন ধরে মহাসড়কের ধারে মাটি খুঁড়ে সরকারি মূল্যবান তার চুরি করছিল। তবে সাধারণ মানুষ মনে করত মহাসড়কে উন্নয়নকাজের শ্রমিকেরা কাজ করছেন। এই কাজে মহাসড়কের দুদিকে নিজেদের লোক রাখত চক্রটি। পুলিশের গাড়ি দেখলে তাঁরা ফোনে সতর্ক করে দিতেন। 
 
এ প্রসঙ্গে শাজাহানপুর থানার পরিদর্শক (সার্বিক) আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে জানান, ভূগর্ভস্থ মূল্যবান সরকারি ২০০ / ০.৯ পি. ঈ টেলিফোন তার চুরি করার সময় ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ চুরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে চুরির মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত