Ajker Patrika

সাবেক স্ত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৮: ৫০
সাবেক স্ত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়ায় সাবেক স্ত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে ১১ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে ফারুকের নিজ স্কুল মাঠেই তাকে ছুরিকাঘাত করা হয়।

নিহত ফারুক সদরের মালতিনগর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র এবং একই এলাকার মজিবর রহমানের ছেলে। 

এ তথ্য নিশ্চিত করেন মালতিনগর বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান সাজ্জাদ। 

জানা গেছে, এ বছরের জানুয়ারি মাসে ফারুক একই বিদ্যালয়ের মুন্নী (১৭) নামের দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে। দাম্পত্যকলহের কারণে গত মে মাসে তাদের ডিভোর্স হয়। পরে একই বিদ্যালয়ের হৃদয় (১৭) নামের দশম শ্রেণির ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে মুন্নী। বিষয়টি নিয়ে মাঝেমধ্যেই ফারুক ও মুন্নীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হতো। ঘটনার দিন তাদের বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হচ্ছিল। ওই সময় হৃদয়ের সঙ্গে ফারুক তার সাবেক স্ত্রী মুন্নীকে দেখতে পায়। এতে ফারুক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মুন্নী ও হৃদয়ের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিদ্যালয়ের মাঠেই ফারুককে ছুরিকাঘাত করে হৃদয়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তার মৃত্যু হয়।

বগুড়া থানার এসআই সাজ্জাদ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ফারুকের সাবেক স্ত্রীর প্রেমিকের সঙ্গে কোনো ঝামেলায় তাকে ছুরিকাঘাত করা হয়। ফারুকের পরিবার থেকে এখনো মামলা করা হয়নি। তবে অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত