শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়া শাজাহানপুর উপজেলায় কোভিড টিকা দিতে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে ফেঁসে গেছেন দুই স্বাস্থ্য সহকারী। গত মঙ্গলবার (৭ জুন) দুপুর ১টার দিকে আড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে (এফডব্লিউসি) তাঁরা হাতেনাতে ধরা পড়েন। পরে কর্তৃপক্ষ সবার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।
অভিযুক্ত স্বাস্থ্য সহকারীরা হলেন মো. সেলিমুজ্জামান সেলিম এবং আবু বকর। কমপক্ষে চার মাস ধরে তাঁরা এই কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতি জনের কাছ থেকে ২০ থেকে ৫০ টাকা করে নিতেন।
বিষয়টি নজরে আসার পর অবশ্য সবার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোতারাব হোসেন।
জানা যায়, গত বুধবার আড়িয়া ইউনিয়ন এফডব্লিউসি কেন্দ্রে করোনা টিকাদান কর্মসূচি চলছিল। এ সময় সেলিমুজ্জামান সেলিম এবং আবু বকর নামে দুজন স্বাস্থ্য সহকারী টিকা নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে ২০ টাকা থেকে ৫০ টাকা দাবি করেন। একজন ভুক্তভোগী বগুড়া সিভিল সার্জনকে ফোনে বিষয়টি জানান। সিভিল সার্জনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং উপজেলা হেলথ ইন্সপেক্টর আড়িয়া এফডব্লিউসি পরিদর্শনে যান। সে সময় টিকা নিতে আসা ব্যক্তিদের দেওয়া টাকাসহ সেলিম ও আবু বকরকে হাতেনাতে ধরেন। তাঁদের সেখানেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
পরিচয় গোপন রাখার শর্তে একজন স্বাস্থ্যকর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘টিকা নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে স্বাস্থ্য সহকারী সেলিমুজ্জামান এবং আবু বকর অনেক আগে থেকেই টাকা নিতেন। কমপক্ষে চার মাস ধরে তাঁরা এসব করে আসছেন। এই ঘটনাগুলো তাঁরা আমার সামনেই করছিল। আমাকেও সেই টাকার ভাগ দিতে চেয়েছিলেন। আমি টাকা নিইনি।’
উপজেলার বি-ব্লক বাজারের টিভি মেকার মাসুদ রানা বলেন, ‘আমি জানতাম করোনা টিকা দিতে টাকা লাগে না। কিন্তু টিকা দিতে গিয়ে আমিও ২০ টাকা দিয়েছি।’
করোনা টিকা নিতে গিয়ে টাকা দিয়েছেন এমন আরেক জন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসারকে না জানিয়ে টাকা নেওয়া প্রায় অসম্ভব। শত শত লোকের কাছ থেকে এভাবে টাকা নেবে আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানবে না সেটা হতে পারে না। কর্মীরা কী করছে সেটা দেখার দায়িত্ব কর্তৃপক্ষের।’
অভিযোগের বিষয়ে স্বাস্থ্য সহকারী সেলিমুজ্জামান সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেখার দায়িত্ব নিয়েছেন। আমাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। যাদের কাছ থেকে টাকা নিয়েছি তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে।’
অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা হেলথ ইন্সপেক্টর মো. আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘আড়িয়া এফডব্লিউসি থেকে স্বাস্থ্য সহকারী সেলিমুজ্জামান ও আবু বকর করোনা টিকাদানের জন্য সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিতেন আমরা তার সত্যতা পেয়েছি। মানিকদ্বীপা রাঙামাটি এলাকায় মনিরুল ইসলাম নামের আরেক স্বাস্থ্য সহকারীও টিকা দেওয়ার জন্য টাকা নিয়েছেন বলে সত্যতা পেয়েছি।’
অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোতারাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাস্থ্য সহকারী সেলিমুজ্জামান সেলিম এবং আবু বকর করোনা টিকাদান করার জন্য সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিতেন। যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাঁদের টাকা ফেরত দিতে বলেছি। ওই স্বাস্থ্য সহকারীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। নোটিশের জবাব পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
বগুড়া শাজাহানপুর উপজেলায় কোভিড টিকা দিতে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে ফেঁসে গেছেন দুই স্বাস্থ্য সহকারী। গত মঙ্গলবার (৭ জুন) দুপুর ১টার দিকে আড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে (এফডব্লিউসি) তাঁরা হাতেনাতে ধরা পড়েন। পরে কর্তৃপক্ষ সবার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।
অভিযুক্ত স্বাস্থ্য সহকারীরা হলেন মো. সেলিমুজ্জামান সেলিম এবং আবু বকর। কমপক্ষে চার মাস ধরে তাঁরা এই কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতি জনের কাছ থেকে ২০ থেকে ৫০ টাকা করে নিতেন।
বিষয়টি নজরে আসার পর অবশ্য সবার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোতারাব হোসেন।
জানা যায়, গত বুধবার আড়িয়া ইউনিয়ন এফডব্লিউসি কেন্দ্রে করোনা টিকাদান কর্মসূচি চলছিল। এ সময় সেলিমুজ্জামান সেলিম এবং আবু বকর নামে দুজন স্বাস্থ্য সহকারী টিকা নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে ২০ টাকা থেকে ৫০ টাকা দাবি করেন। একজন ভুক্তভোগী বগুড়া সিভিল সার্জনকে ফোনে বিষয়টি জানান। সিভিল সার্জনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং উপজেলা হেলথ ইন্সপেক্টর আড়িয়া এফডব্লিউসি পরিদর্শনে যান। সে সময় টিকা নিতে আসা ব্যক্তিদের দেওয়া টাকাসহ সেলিম ও আবু বকরকে হাতেনাতে ধরেন। তাঁদের সেখানেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
পরিচয় গোপন রাখার শর্তে একজন স্বাস্থ্যকর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘টিকা নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে স্বাস্থ্য সহকারী সেলিমুজ্জামান এবং আবু বকর অনেক আগে থেকেই টাকা নিতেন। কমপক্ষে চার মাস ধরে তাঁরা এসব করে আসছেন। এই ঘটনাগুলো তাঁরা আমার সামনেই করছিল। আমাকেও সেই টাকার ভাগ দিতে চেয়েছিলেন। আমি টাকা নিইনি।’
উপজেলার বি-ব্লক বাজারের টিভি মেকার মাসুদ রানা বলেন, ‘আমি জানতাম করোনা টিকা দিতে টাকা লাগে না। কিন্তু টিকা দিতে গিয়ে আমিও ২০ টাকা দিয়েছি।’
করোনা টিকা নিতে গিয়ে টাকা দিয়েছেন এমন আরেক জন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসারকে না জানিয়ে টাকা নেওয়া প্রায় অসম্ভব। শত শত লোকের কাছ থেকে এভাবে টাকা নেবে আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানবে না সেটা হতে পারে না। কর্মীরা কী করছে সেটা দেখার দায়িত্ব কর্তৃপক্ষের।’
অভিযোগের বিষয়ে স্বাস্থ্য সহকারী সেলিমুজ্জামান সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেখার দায়িত্ব নিয়েছেন। আমাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। যাদের কাছ থেকে টাকা নিয়েছি তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে।’
অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা হেলথ ইন্সপেক্টর মো. আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘আড়িয়া এফডব্লিউসি থেকে স্বাস্থ্য সহকারী সেলিমুজ্জামান ও আবু বকর করোনা টিকাদানের জন্য সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিতেন আমরা তার সত্যতা পেয়েছি। মানিকদ্বীপা রাঙামাটি এলাকায় মনিরুল ইসলাম নামের আরেক স্বাস্থ্য সহকারীও টিকা দেওয়ার জন্য টাকা নিয়েছেন বলে সত্যতা পেয়েছি।’
অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোতারাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাস্থ্য সহকারী সেলিমুজ্জামান সেলিম এবং আবু বকর করোনা টিকাদান করার জন্য সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিতেন। যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাঁদের টাকা ফেরত দিতে বলেছি। ওই স্বাস্থ্য সহকারীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। নোটিশের জবাব পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫