Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১ 

চাঁপাইনবাবগঞ্জ (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৪: ১৪
চাঁপাইনবাবগঞ্জে মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১ 

চাঁপাইনবাবগঞ্জের শাজাহানপুরে অভিযান চালিয়ে বিদেশি মদ, হেরোইন ও নগদ ৪ লাখ টাকাসহ মো. শফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শাজাহানপুর ইউনিয়নের সুজনপাড়া গ্রামের মৃত এবরান আলীর ছেলে। 

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানির উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি দল শফিকুল ইসলামের বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ৪৫ বোতল বিদেশি মদ, ১৯৫ গ্রাম হেরোইন, নগদ ৪ লাখ ১২ হাজার ৮০০ টাকাসহ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তারকৃত শফিকুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত