Ajker Patrika

৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় প্রতিবেশী গ্রেপ্তার

তানোর (রাজশাহী) প্রতিনিধি
৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় প্রতিবেশী গ্রেপ্তার

রাজশাহীর তানোরে ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী শফিকুল ইসলাম (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তানোর থানা–পুলিশ।

অভিযুক্ত শফিকুল ইসলাম ওই গ্রামের আরমান মণ্ডলের ছেলে। ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান অভিযোগের বরাত দিয়ে বলেন, প্রতিবেশী ওই শিশু প্রায়ই শফিকুল ইসলামের বাড়িতে টিভি দেখতে যেতো। মঙ্গলবার সকালের দিকে ওই শিশু টিভি দেখতে যায়। ওই সময় শফিকুল ইসলাম বাড়িতে একাই ছিলেন। এই সুযোগে নিজ শোয়ার ঘরে নিয়ে ওই শিশুকে ধর্ষণ চেষ্টা চালান শফিকুল। ওই সময় মেয়ের খোঁজে শিশুটির মা পৌঁছে যাওয়ায় ছেড়ে দেন। পরে ওই শিশু বাড়িতে গিয়ে স্বজনদের পুরো ঘটনা জানায়।

রাকিবুল হাসান বলেন, এই ঘটনায় বুধবার রাতে তানোর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই শিশুর বাবা। এরপরই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ওসি।

এ দিকে ঘটনা জানাজানি হওয়ার পর ধামাচাপা দিতে উঠেপড়ে লাগেন স্থানীয় প্রভাবশালীরা। পরে পুলিশ জেনে যাওয়ায় সেই প্রচেষ্টা ভেস্তে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত