রাজশাহী প্রতিনিধি
ফেসবুকে একটি মন্তব্যের জেরে রাজশাহীতে এক ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনা হয়েছে। হাতুড়ি দিয়ে তাঁকে পিটিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এই ছাত্রলীগ নেতার নাম মাজেদুর রহমান নয়ন (২৮)। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। রাজশাহীর পুঠিয়া উপজেলায় তাঁর বাড়ি।
গতকাল রোববার রাত ৯টার দিকে পুঠিয়ার বেলপুকুর এলাকায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সুমনের বাবা বদিউজ্জামান বদি বেলপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে চেয়ারম্যান হয়েছেন। মাজেদুর রহমান ভোটে নৌকার পক্ষে কাজ করেছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।
মাজেদুর রহমানকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানা গেছে।
আহতের চাচাতো বড়ভাই মুরাদ হোসেন জানান, মূলত নৌকার পক্ষে ভোটে প্রচারণায় অংশ নেওয়ার কারণেই মাজেদুরের ওপর ক্ষুব্ধ ছিলেন যুবলীগ নেতা সুমনউজ্জামান। ফেসবুকের একটি পোস্ট নিয়ে উত্তেজনার জেরে তাঁকে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
হামলার বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা সুমনউজ্জামান সুমন বলেন, ‘রাজশাহীর এক পৌর মেয়রও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন। অথচ তাঁকে এখন আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠানের মঞ্চেই দেখা যাচ্ছে। অথচ নৌকার বিরোধিতা করার কারণে আমরা কোণঠাসা। এই নিয়েই আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। সেখানে খারাপ মন্তব্য করেন ছাত্রলীগ নেতা মাজেদুর। এ নিয়ে আমি তাঁকে ফোন করলে আমাকে খারাপ ভাষায় কথা বলেন।’
সুমন বলেন, ‘সন্ধ্যার ওই ঘটনার পর রাতে আমার বাবা বেলপুকুর বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন ছাত্রলীগ নেতা মাজেদুর আমার বাবাকে আপত্তিকর কথা বলেন। এ সময় লোকজনই এর প্রতিবাদ করে তাঁকে মারধর করেছে। আমি বেলপুকুর বাজারে থাকলেও ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁকে মারধর করা হয়ে যায়। এখন আমার নাম জড়ানো হচ্ছে।’
এ ব্যাপারে বেলপুকুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক বিরোধের মধ্যে ফেসবুকে করা একটি মন্তব্যের জের ধরে মাজেদুরের ওপর এই হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে লিখিত কোনো অভিযোগ হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফেসবুকে একটি মন্তব্যের জেরে রাজশাহীতে এক ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনা হয়েছে। হাতুড়ি দিয়ে তাঁকে পিটিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এই ছাত্রলীগ নেতার নাম মাজেদুর রহমান নয়ন (২৮)। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। রাজশাহীর পুঠিয়া উপজেলায় তাঁর বাড়ি।
গতকাল রোববার রাত ৯টার দিকে পুঠিয়ার বেলপুকুর এলাকায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সুমনের বাবা বদিউজ্জামান বদি বেলপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে চেয়ারম্যান হয়েছেন। মাজেদুর রহমান ভোটে নৌকার পক্ষে কাজ করেছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।
মাজেদুর রহমানকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানা গেছে।
আহতের চাচাতো বড়ভাই মুরাদ হোসেন জানান, মূলত নৌকার পক্ষে ভোটে প্রচারণায় অংশ নেওয়ার কারণেই মাজেদুরের ওপর ক্ষুব্ধ ছিলেন যুবলীগ নেতা সুমনউজ্জামান। ফেসবুকের একটি পোস্ট নিয়ে উত্তেজনার জেরে তাঁকে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
হামলার বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা সুমনউজ্জামান সুমন বলেন, ‘রাজশাহীর এক পৌর মেয়রও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন। অথচ তাঁকে এখন আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠানের মঞ্চেই দেখা যাচ্ছে। অথচ নৌকার বিরোধিতা করার কারণে আমরা কোণঠাসা। এই নিয়েই আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। সেখানে খারাপ মন্তব্য করেন ছাত্রলীগ নেতা মাজেদুর। এ নিয়ে আমি তাঁকে ফোন করলে আমাকে খারাপ ভাষায় কথা বলেন।’
সুমন বলেন, ‘সন্ধ্যার ওই ঘটনার পর রাতে আমার বাবা বেলপুকুর বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন ছাত্রলীগ নেতা মাজেদুর আমার বাবাকে আপত্তিকর কথা বলেন। এ সময় লোকজনই এর প্রতিবাদ করে তাঁকে মারধর করেছে। আমি বেলপুকুর বাজারে থাকলেও ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁকে মারধর করা হয়ে যায়। এখন আমার নাম জড়ানো হচ্ছে।’
এ ব্যাপারে বেলপুকুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক বিরোধের মধ্যে ফেসবুকে করা একটি মন্তব্যের জের ধরে মাজেদুরের ওপর এই হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে লিখিত কোনো অভিযোগ হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৮ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৮ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫