নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদের চাকরির জন্য লিখিত পরীক্ষায় প্রক্সি নিয়ে উত্তীর্ণ হওয়ার পর এভাবেই এক চাকরিপ্রার্থী ধরা পড়েছেন।
ওই চাকরিপ্রার্থীর নাম সাইমুম হাসান (২৫)। রাজশাহীর বাগমারা উপজেলার গঙ্গানারায়ণপুর গ্রামের মমতাজুল ইসলামের ছেলে তিনি। তিনি চাঁপাইনবাবগঞ্জের একটি কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক উত্তীর্ণ হয়েছেন ২০১৯ সালে। তাঁর বাবা একজন কলেজশিক্ষক। জিজ্ঞাসাবাদে সাইমুম স্বীকার করেছেন, প্রক্সি নিয়ে তিনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
সাইমুম জানান, প্রাইভেট পড়তে গিয়ে রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার মো. ওয়ালিদ নামের এক তরুণের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই ওয়ালিদই সম্প্রতি তাঁর চাকরির লিখিত পরীক্ষা দিয়ে যান। এতে তিনি পাস করেন। আজ শনিবার মৌখিক পরীক্ষা দিতে এসেছিলেন তিনি নিজে। সেখানেই প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যাপারে ধরা পড়ে গেছেন।
এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল জানান, মোট ৩৪টি পদের জন্য সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে ১৩টি পদ অফিস সহায়কের। সাইমুম এ পদেরই প্রার্থী। আজ বিকেল থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তাঁর কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল। ভাইভা বোর্ডের সদস্যরা প্রার্থীদের লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় হাতের লেখা মিলিয়ে দেখছিলেন। তখন সাইমুমের হাতের লেখা লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মেলেনি। এরপর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রক্সি নিয়ে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন।
আবদুল জলিল আরও জানান, এই অপরাধের জন্য ১৮৬০ সালের পেনাল কোডের ১৮৮ ধারা মোতাবেক সাইমুমকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আজকের পত্রিকাকে বলেন, এই নিয়োগ শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। সাইমুমের প্রক্সি নিয়েও ধরা পড়ার মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো। সাইমুমের লিখিত পরীক্ষা যে দিয়েছিল, তাঁর সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদের চাকরির জন্য লিখিত পরীক্ষায় প্রক্সি নিয়ে উত্তীর্ণ হওয়ার পর এভাবেই এক চাকরিপ্রার্থী ধরা পড়েছেন।
ওই চাকরিপ্রার্থীর নাম সাইমুম হাসান (২৫)। রাজশাহীর বাগমারা উপজেলার গঙ্গানারায়ণপুর গ্রামের মমতাজুল ইসলামের ছেলে তিনি। তিনি চাঁপাইনবাবগঞ্জের একটি কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক উত্তীর্ণ হয়েছেন ২০১৯ সালে। তাঁর বাবা একজন কলেজশিক্ষক। জিজ্ঞাসাবাদে সাইমুম স্বীকার করেছেন, প্রক্সি নিয়ে তিনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
সাইমুম জানান, প্রাইভেট পড়তে গিয়ে রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার মো. ওয়ালিদ নামের এক তরুণের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই ওয়ালিদই সম্প্রতি তাঁর চাকরির লিখিত পরীক্ষা দিয়ে যান। এতে তিনি পাস করেন। আজ শনিবার মৌখিক পরীক্ষা দিতে এসেছিলেন তিনি নিজে। সেখানেই প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যাপারে ধরা পড়ে গেছেন।
এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল জানান, মোট ৩৪টি পদের জন্য সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে ১৩টি পদ অফিস সহায়কের। সাইমুম এ পদেরই প্রার্থী। আজ বিকেল থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তাঁর কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল। ভাইভা বোর্ডের সদস্যরা প্রার্থীদের লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় হাতের লেখা মিলিয়ে দেখছিলেন। তখন সাইমুমের হাতের লেখা লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মেলেনি। এরপর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রক্সি নিয়ে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন।
আবদুল জলিল আরও জানান, এই অপরাধের জন্য ১৮৬০ সালের পেনাল কোডের ১৮৮ ধারা মোতাবেক সাইমুমকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আজকের পত্রিকাকে বলেন, এই নিয়োগ শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। সাইমুমের প্রক্সি নিয়েও ধরা পড়ার মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো। সাইমুমের লিখিত পরীক্ষা যে দিয়েছিল, তাঁর সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৮ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৯ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২১ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫