লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর থেকে বিমা কর্মকর্তাকে অপহরণ করে নেওয়ার খবরে জেলার বড়াইগ্রাম উপজেলার মানিকপুরে চেকপোস্ট বসায় পুলিশ। এতে ওই কর্মকর্তাকে উদ্ধারসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার রাতে এসব ঘটনা ঘটে।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহম্মেদ। তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার মো. বেলাল (৩৬) ও মো. দেলোয়ার হোসেন টিটু (৩৫), নোয়াখালীর সোনাইমুড়ি মুটুবীর গ্রামের মো. নুর আলম (৩৯), চট্টগ্রামের ইপিজেড থানা এলাকার মো. আরিফ (২৬), চট্টগ্রামের পতেঙ্গা থানার পতেঙ্গা খেজুরতলা এলাকার মো. নুর হোসেন তুষার (২৪), বরগুনার পাথরঘাটা থানার খাড়াকান্দা হাসপাতাল রোড এলাকার মো. রিপন (৩০) ও রাজবাড়ীর পাংশার যশাই এলাকার মো. সুজন আহম্মেদ বাবুল ওরফে সাইদুল (৩১)।
মামলা সূত্রে জানা গেছে, রাজশাহীর পুঠিয়ার কান্দ্রা গ্রামের মাহাফুজুর রহমান শিমুল (২৩) মেঘনা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পাবনার ঈশ্বরদী অফিসে কর্মরত। তিনি গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী থেকে প্রাইভেট কারে করে সহকর্মী মো. মিজানুর রহমান ও মো. সুজন আহম্মেদ বাবুল ওরফে সাইদুলকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী-বানেশ্বরগামী আঞ্চলিক মহাসড়কের লালপুরের পাইকপাড়া পোড়া এলাকায় পৌঁছায়। এ সময় কয়েকজন গাড়ির গতি রোধ করে মাহাফুজুর রহমানকে টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে ঢাকার দিকে রওনা দেন।
মামলা সূত্রে আরও জানা গেছে, প্রাইভেট কারের ড্রাইভার মো. মাইনুল ইসলাম মঈন লালপুর থানারপুলিশকে এ ঘটনা জানান। বিষয়টি জানতে পেরে নাটোর জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল মো. শরীফ আল রাজীবের নেতৃত্বে লালপুর থানা-পুলিশ ও বড়াইগ্রাম থানা-পুলিশ স্থানীয় মানিকপুরে চেকপোস্ট পরিচালনা করে। গতকাল রাত আড়াইটার দিকে অপহরণকারীদের ব্যবহৃত মাইক্রোবাসসহ ৭ জনকে গ্রেপ্তার করে ও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।
নাটোরের লালপুর থেকে বিমা কর্মকর্তাকে অপহরণ করে নেওয়ার খবরে জেলার বড়াইগ্রাম উপজেলার মানিকপুরে চেকপোস্ট বসায় পুলিশ। এতে ওই কর্মকর্তাকে উদ্ধারসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার রাতে এসব ঘটনা ঘটে।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহম্মেদ। তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার মো. বেলাল (৩৬) ও মো. দেলোয়ার হোসেন টিটু (৩৫), নোয়াখালীর সোনাইমুড়ি মুটুবীর গ্রামের মো. নুর আলম (৩৯), চট্টগ্রামের ইপিজেড থানা এলাকার মো. আরিফ (২৬), চট্টগ্রামের পতেঙ্গা থানার পতেঙ্গা খেজুরতলা এলাকার মো. নুর হোসেন তুষার (২৪), বরগুনার পাথরঘাটা থানার খাড়াকান্দা হাসপাতাল রোড এলাকার মো. রিপন (৩০) ও রাজবাড়ীর পাংশার যশাই এলাকার মো. সুজন আহম্মেদ বাবুল ওরফে সাইদুল (৩১)।
মামলা সূত্রে জানা গেছে, রাজশাহীর পুঠিয়ার কান্দ্রা গ্রামের মাহাফুজুর রহমান শিমুল (২৩) মেঘনা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পাবনার ঈশ্বরদী অফিসে কর্মরত। তিনি গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী থেকে প্রাইভেট কারে করে সহকর্মী মো. মিজানুর রহমান ও মো. সুজন আহম্মেদ বাবুল ওরফে সাইদুলকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী-বানেশ্বরগামী আঞ্চলিক মহাসড়কের লালপুরের পাইকপাড়া পোড়া এলাকায় পৌঁছায়। এ সময় কয়েকজন গাড়ির গতি রোধ করে মাহাফুজুর রহমানকে টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে ঢাকার দিকে রওনা দেন।
মামলা সূত্রে আরও জানা গেছে, প্রাইভেট কারের ড্রাইভার মো. মাইনুল ইসলাম মঈন লালপুর থানারপুলিশকে এ ঘটনা জানান। বিষয়টি জানতে পেরে নাটোর জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল মো. শরীফ আল রাজীবের নেতৃত্বে লালপুর থানা-পুলিশ ও বড়াইগ্রাম থানা-পুলিশ স্থানীয় মানিকপুরে চেকপোস্ট পরিচালনা করে। গতকাল রাত আড়াইটার দিকে অপহরণকারীদের ব্যবহৃত মাইক্রোবাসসহ ৭ জনকে গ্রেপ্তার করে ও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪