কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
‘ভাই, এটা কোনো কাজ করলেন! দুই-তিন বছরের মধ্যে তো আমাদের মিটার চুরি করার কথা ছিল না। আগেরবার যখন ৫ হাজার করে টাকা নিয়ে মিটার ফেরত দিলেন, তখন তো এমনই কথা দিয়েছিলেন। উত্তরে মোবাইল ফোনের অন্য প্রান্ত থেকে চোর চক্রের এক সদস্য বলেন, ‘ভাই, ভুলে আপনাদেরটা নিয়ে আসছে, পাঠাইছিলাম অন্য জায়গায়। ১৫ হাজার টাকা পাঠান, ফেরত দিয়ে দেব।’ গতকাল শনিবার মোবাইল ফোনে এই কথোপকথন হয় দুটি বৈদ্যুতিক মিটারের একজন গ্রাহক ও চোর চক্রের এক সদস্যের মধ্যে।
গত শুক্রবার দিবাগত রাতে সিরাজগঞ্জের কাজীপুরের হরিনাথপুর থেকে পাঁচটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। শুধু তা-ই নয়, চুরি যাওয়া মিটারের জায়গায় বিকাশ নম্বর রেখে গেছে চোর। নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে মিটার ফেরত দেওয়া হবে বলে লেখা রয়েছে চিরকুটে। সেই নম্বরে যোগাযোগ করেন একটি মিটারের গ্রাহক উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। মোবাইল ফোনে কথোপকথনটি ছিল তাঁঁদের।
স্থানীয়রা বলছেন, গত শুক্রবার দিবাগত রাতে সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর উত্তরপাড়ার একই জায়গা থেকে পাঁচটি বৈদ্যুতিক মিটার চুরি হয়। এগুলোর মধ্যে কাজীপুর উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের চালকলের দুটি, শাহাদত হোসেন রাজের একটি, রুবেল মিয়ার একটি, অন্যটি বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের। মিটারগুলো লোহার খাঁচা দিয়ে আটকানো ছিল। খাঁচা ভেঙে মিটারগুলো চুরি করে নিয়ে গেছে চোরেরা। চুরির পর সেখানে যোগাযোগের জন্য একটি নম্বর ও টাকা পরিশোধের জন্য বিকাশ নম্বর রেখে যায় চোর চক্র। চলতি বছরের জানুয়ারিতেও ওই মিটারগুলোই একই কায়দায় চুরি করেছিল চোর চক্র। তখন মিটারপ্রতি ৫ হাজার টাকা দিয়ে সেগুলো ফেরত নিয়েছিলেন তাঁরা।
চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘শনিবার সকালে শ্রমিকেরা চালকলে গিয়ে দেখেন মিটার নেই। একটি কাগজে মোবাইল ফোন নম্বর লিখে রেখে গেছে। এর আগেও আমাদের মিটার চুরি করেছিল চোর চক্র। তখন মিটারপ্রতি ৫ হাজার টাকা দিয়ে ফেরত নিয়েছিলাম। সেবার বিকাশে টাকা নিয়ে এলাকারই একটা জায়গায় মিটার রেখে দিয়েছিল।’
আইনি ব্যবস্থা না নিয়ে এভাবে টাকা দিয়ে কেন মিটার নিচ্ছেন জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, ‘একটা মিটারের দাম ২০ থেকে ২৫ হাজার টাকা। সেই জায়গায় ১০ হাজার টাকায় মিটিয়েছি। সবগুলো মিটারই ফেরত দেবে বলেছে। তা ছাড়া বিদ্যুৎ অফিস থেকে নতুন মিটার কিনতে গেলে টাকা ও সময় দুটোই বেশি লাগবে। সে কারণে আগেরবার অভিযোগ করি নাই। এবার থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, ‘শুনেছি মিটার চুরি হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’
‘ভাই, এটা কোনো কাজ করলেন! দুই-তিন বছরের মধ্যে তো আমাদের মিটার চুরি করার কথা ছিল না। আগেরবার যখন ৫ হাজার করে টাকা নিয়ে মিটার ফেরত দিলেন, তখন তো এমনই কথা দিয়েছিলেন। উত্তরে মোবাইল ফোনের অন্য প্রান্ত থেকে চোর চক্রের এক সদস্য বলেন, ‘ভাই, ভুলে আপনাদেরটা নিয়ে আসছে, পাঠাইছিলাম অন্য জায়গায়। ১৫ হাজার টাকা পাঠান, ফেরত দিয়ে দেব।’ গতকাল শনিবার মোবাইল ফোনে এই কথোপকথন হয় দুটি বৈদ্যুতিক মিটারের একজন গ্রাহক ও চোর চক্রের এক সদস্যের মধ্যে।
গত শুক্রবার দিবাগত রাতে সিরাজগঞ্জের কাজীপুরের হরিনাথপুর থেকে পাঁচটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। শুধু তা-ই নয়, চুরি যাওয়া মিটারের জায়গায় বিকাশ নম্বর রেখে গেছে চোর। নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে মিটার ফেরত দেওয়া হবে বলে লেখা রয়েছে চিরকুটে। সেই নম্বরে যোগাযোগ করেন একটি মিটারের গ্রাহক উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। মোবাইল ফোনে কথোপকথনটি ছিল তাঁঁদের।
স্থানীয়রা বলছেন, গত শুক্রবার দিবাগত রাতে সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর উত্তরপাড়ার একই জায়গা থেকে পাঁচটি বৈদ্যুতিক মিটার চুরি হয়। এগুলোর মধ্যে কাজীপুর উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের চালকলের দুটি, শাহাদত হোসেন রাজের একটি, রুবেল মিয়ার একটি, অন্যটি বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের। মিটারগুলো লোহার খাঁচা দিয়ে আটকানো ছিল। খাঁচা ভেঙে মিটারগুলো চুরি করে নিয়ে গেছে চোরেরা। চুরির পর সেখানে যোগাযোগের জন্য একটি নম্বর ও টাকা পরিশোধের জন্য বিকাশ নম্বর রেখে যায় চোর চক্র। চলতি বছরের জানুয়ারিতেও ওই মিটারগুলোই একই কায়দায় চুরি করেছিল চোর চক্র। তখন মিটারপ্রতি ৫ হাজার টাকা দিয়ে সেগুলো ফেরত নিয়েছিলেন তাঁরা।
চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘শনিবার সকালে শ্রমিকেরা চালকলে গিয়ে দেখেন মিটার নেই। একটি কাগজে মোবাইল ফোন নম্বর লিখে রেখে গেছে। এর আগেও আমাদের মিটার চুরি করেছিল চোর চক্র। তখন মিটারপ্রতি ৫ হাজার টাকা দিয়ে ফেরত নিয়েছিলাম। সেবার বিকাশে টাকা নিয়ে এলাকারই একটা জায়গায় মিটার রেখে দিয়েছিল।’
আইনি ব্যবস্থা না নিয়ে এভাবে টাকা দিয়ে কেন মিটার নিচ্ছেন জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, ‘একটা মিটারের দাম ২০ থেকে ২৫ হাজার টাকা। সেই জায়গায় ১০ হাজার টাকায় মিটিয়েছি। সবগুলো মিটারই ফেরত দেবে বলেছে। তা ছাড়া বিদ্যুৎ অফিস থেকে নতুন মিটার কিনতে গেলে টাকা ও সময় দুটোই বেশি লাগবে। সে কারণে আগেরবার অভিযোগ করি নাই। এবার থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, ‘শুনেছি মিটার চুরি হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫